বৃহস্পতিবার ● ২৫ মার্চ ২০২১
প্রথম পাতা » জাতীয় » বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আগামীকাল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সোহরওয়ার্দী উদ্যানে ‘শিখা চিরন্তনে’ পুস্পস্তবক অর্পণ করবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আগামীকাল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সোহরওয়ার্দী উদ্যানে ‘শিখা চিরন্তনে’ পুস্পস্তবক অর্পণ করবে
ঢাকা :: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আগামীকাল ২৬ মার্চ সকাল ৯.৩০ এ সোহরাওয়ার্দী উদ্যানে ‘শিখা চিরন্তরেন’ পুস্পস্তবক অর্পণ করবে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে জনগণের প্রবেশ অধিকারকে সংকুচিত করা এবং ঢাকা-সাভার-আশুলিয়ায় প্রায় একটি অবরুদ্ধ পরিস্থিতি তৈরী করার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সরকার জনগণকে অবরুদ্ধ ও তাদের স্বাভাবিক চলাচল বন্ধ করে দিয়ে এক অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করেছে। বিরোধী রাজনৈতিক দলসমূহ ও জনগণের বিভিন্ন অংশের সুবর্ণজয়ন্তীর সকল অনুষ্ঠান বন্ধ করে সুবর্ণজয়ন্তীর গৌরবকেই কালিমালিপ্ত ও প্রশ্নবিদ্ধ করে তুলেছে। রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে সুবর্ণজয়ন্তী উদযাপনকে দলীয় বিষয়ে পরিণত করেছে। বিবৃতিতে তিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
একই সাথে তিনি নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনকে বিরোধীতা করে ছাত্র-যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে পুলিশী হামলা, গুলি, টিয়ারশেল নিক্ষেপ ও নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন সরকার-নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদকেও দমন করে নির্মুল করে চায়। তিনি অনতিবিলম্বে আটককৃতদের মুক্তি দাবি করেন।




এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত একই পথে হাঁটছে
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ
রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা অর্জন করতে হবে
গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
বাজেটে অমানবিক বৈষম্য বিলোপে দৃশ্যমান কোন উদ্যোগ নেই
নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সাংবিধানিক সুরক্ষার প্রস্তাব দেয়া হয়েছে
রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে চীনকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণের অনুরোধ
সফল পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
নির্বাচন আচরণবিধি চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলসমূহের মতামত নেয়া প্রয়োজন 