

বৃহস্পতিবার ● ২৫ মার্চ ২০২১
প্রথম পাতা » গাজিপুর » আগামীকাল ২৬ মার্চ সুবর্ণজয়ন্তী উদযাপনে আশুলিয়ায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রমিক গণসমাবেশ স্থগিত করা হয়েছে
আগামীকাল ২৬ মার্চ সুবর্ণজয়ন্তী উদযাপনে আশুলিয়ায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রমিক গণসমাবেশ স্থগিত করা হয়েছে
ঢাকা :: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আগামীকাল ২৬ মার্চ আশুলিয়া শিল্পাঞ্চলে আহুত শ্রমিক গণসমাবেশ স্থগিত করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞার কারণে পুলিশী অনুমোদন না পাওয়ায় পার্টির সুবর্ণজয়ন্তীর এই গণসমাবেশ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে পার্টির আশুলিয়ার গণসমাবেশের অনুমতি না দেবার সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন সরকার ও সরকারি দলের প্রতি আনুগত্য দেখাতে যেয়ে প্রায় বাড়াবাড়ি করছে এবং তাদের পেশাগত দায়িত্বের অমর্যাদা ঘটিয়ে চলেছে। তিনি উল্লেখ করেন আশুলিয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা এ সংক্রান্ত পার্টির চিঠিও গ্রহণ করেননি। এই কর্মকর্তার আচরণ তার পেশাগত দায়িত্ব ও শৃঙ্খলার পরিপন্থী।
বিবৃতিতে তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সকালে সাভারে যাওয়াটা অজুহাত হিসেবে দেখিয়ে বিকালে পার্টির এই কর্মসূচি না করতে বলা হয়েছে। তিনি বলেন, বিকালে কেন সুবর্ণজয়ন্তীর কর্মসূচি পালন করা যাবে না মোটেও বোধগম্য নয়। তিনি বলেন, যেখানে সরকার ও সরকারি দলের সকল কর্মসূচি অব্যাহত রয়েছে সেখানে বিরোধীদের সুবর্ণজয়ন্তীর কর্মসূচিতে নিষেধাজ্ঞা, বাধা প্রদান ও অনুমতি না দেওয়া সরকারের দখলদারিত্বের একচেটিয়া রাজনীতিরই বহিঃপ্রকাশ। তিনি বিরোধী দল ও জনগণকে অবরুদ্ধ রেখে সরকারের সুবর্ণজয়ন্তী উদযাপন মুক্তিযুদ্ধকেই অবমাননা করার সামিল।
তিনি জানান আশুলিয়ায় সুবর্ণজয়ন্তীর গণসমাবেশের পুনঃনির্ধারিত তারিখ পরবর্তীতে জানানো হবে।