শনিবার ● ২১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » জেদ আর অহমিকা পরিহার পরিহার করে দ্রুত পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে সরকারকে বিদ্যমান সংকট উত্তরণের পথ খুলে দেবার আহবান
জেদ আর অহমিকা পরিহার পরিহার করে দ্রুত পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে সরকারকে বিদ্যমান সংকট উত্তরণের পথ খুলে দেবার আহবান
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অন্যায় জেদ আর অহমিকা পরিহার করে দ্রুত পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে এগিয়ে আসতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে সরকার ও সরকারি দল নির্বাচনকেন্দ্রীক সংকট থেকে বেরিয়ে আসতে পারে।তিনি বলেন কোন দমন নিপীড়ন ও সন্ত্রাসের পথে গণআন্দোলন আর গণজাগরণকে এবার আর রোধ করা যাবেনা; সরকারও আর শেষ রক্ষা করতে পারবেনা।
তিনি বলেন, দেশের মানুষ আর কোনভাবেই এই সরকারের ভার বহন করতে পারছেনা।দেশের মানুষ এখন এই সরকারকে বিদায় দিতে মরীয়া।
সভায় গৃহীত এক প্রস্তাবে আগামী ২৮ অক্টোবর বিরোধী দলসমূহের মহাসমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, সিকদার হারুন মাহমুদ, এপোলো জামালী, শহীদুল আলম নান্নু, মীর রেজাউল আলম, শাহাদাৎ হোসেন খোকন, মোহাম্মদ সালাউদ্দিন , আমোহাম্মদ ফিরোজ, জোনায়েদ হোসেন, মোহাম্মদ স্বাধীন মিয়া, সেকেন্দার হোসেন, কবি জামাল সিকদার, নান্টু দাস,মোহাম্মদ ফরিদ মিয়া, সুজন গাজী প্রমুখ।
সভার শুরুতে ইজরায়েলী আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করা হয়।
সভার অপর এক প্রস্তাবে ইজরায়েলীদের এই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হতে দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।




ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে ঝুঁকিতে ফেলা যাবেনা
সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
নির্বাচনে কালো টাকা বন্ধ না হলে আগামী সংসদেও বিত্তবান আর রাজনৈতিক মাফিয়াদের আধিপত্য দেখা যাবে
রাঙামাটিতে ভোটকেন্দ্রের নিরাপত্তায় র্যাব, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
এবারের নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রতি ভোট কেন্দ্রে র্যাব, সেনাবাহিনী মোতায়েন করার দাবি
যুগপৎ আন্দোলনের শরীকদের মধ্যে অবিশ্বাস অনাস্থা বাড়তে দেয়া যাবেনা
রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার ব্যাপক গণসংযোগ ও পথসভা
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
পার্বত্য বড়ুয়া কনভেনশন : স্মারকলিপি প্রদান, কালো ব্যাজ ধারণ ও হরতালের কর্মসূচি ঘোষণা 