

মঙ্গলবার ● ২৭ জুলাই ২০২১
প্রথম পাতা » ছবিঘর » নাগরিকদের যেকোনো পরিচয়পত্রের ভিত্তিতে তাতক্ষণিক রেজিস্ট্রেশন করে টিকা প্রদানের দাবি
নাগরিকদের যেকোনো পরিচয়পত্রের ভিত্তিতে তাতক্ষণিক রেজিস্ট্রেশন করে টিকা প্রদানের দাবি
সরকারের অদূরদর্শিতা ও অব্যবস্থাপনার কারণেই করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে বলে দাবি করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ। তারা বলেছেন, দেশে করোনায় মৃত্যু ভয়াবহভাবে বেড়ে চলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জরুরি কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আজ মঙ্গলবার ২৭ জুলাই পার্টির কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভায় নেতৃবৃন্দ এ আহ্বান জানান। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, নির্মল বড়ুয়া মিলন, স্নিগ্ধা সুলতানা ইভা, অরবিন্দু বেপারী বিন্দু, শেখ মোহাম্মদ শিমুল ও জুঁই চাকমা প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, আগামী বছর ২১ কোটি টিকা আনার ঘোষণা দিয়ে এখনকার শোচনীয় অবস্থা মোকাবেলা করা যাবে না। টিকা আমদানি তৎপরতা আরো জোরদার করতে হবে। স্বল্পতম সময়ে সর্বস্তরের মানুষকে প্রদানের ব্যবস্থা নিতে হবে। নাগরিকদের যেকোনো পরিচয়পত্রের ভিত্তিতে তাতক্ষণিক রেজিস্ট্রেশন করে টিকা প্রদান কার্যক্রম জোরদার করার দাবি জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউনে খাবার ও জীবিকা থেকে বঞ্চিত হয়ে কোটি কোটি শ্রমজীবী-মেহনতি-স্বল্প আয়ের মানুষ নিদারুণ সংকটে পড়েছে। অনেকেই এখন অর্ধাহার-অনাহারে দিন কাটাচ্ছে। এই অভাবি কোটি কোটি মানুষকে সরকার নিয়তির উপর ছেড়ে দিয়েছে। অনাহারি মানুষদের কাছে জরুরি ভিত্তিতে খাবার ও নগদ টাকা পৌঁছানোর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানান।