শনিবার ● ৮ মে ২০২১
প্রথম পাতা » ছবিঘর » সরকার ফেরী চলাচল বন্ধ ঘোষণা করে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
সরকার ফেরী চলাচল বন্ধ ঘোষণা করে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বলেছেন, সরকারের অদূরদর্শীতা, স্বেচ্ছাচারীতা ও পরিকল্পনাহীনতায় মানুষের ঈদ যাত্রায় সীমাহীন নৈরাজ্য আর ভোগান্তির সৃষ্টি হয়েছে। সরকারের দায়িত্বহীনতায় একদিকে গণদুর্ভোগ বাড়ছে আর অন্যদিকে সংক্রমনের ঝুকি বেড়ে চলেছে। সরকার ঈদ সামনে রেখে একদিকে দূরপাল্লার গণপরিবহন বন্ধ রেখেছে, অথচ জেলার মধ্যে গণপরিবহন চালু করেছে। সরকারের এই স্ববিরোধী সিদ্ধান্তে দূরের লক্ষ লক্ষ যাত্রীদের বুহবার বাস পাল্টাতে হচ্ছে, গুণতে হচ্ছে অনেক বেশী বাড়তি টাকা। এই পরিস্থিতিতে করোনা সংক্রমনের বিপদও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আজ আবার হঠাৎ করে ফেরী চলাচল বন্ধ ঘোষণা করে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এর ফলে ঘরে ফেরা মানুষের ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। বিবৃতিতে অনতিবিলম্বে এই নৈরাজ্যিক, বিশৃঙ্খল, স্ববিরোধী ঘোষণাসমূহ প্রত্যাহার করে জনগণের ঈদযাত্রা নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে কার্যকরী পদক্ষেপ নেবার আহ্বান জানানো হয়।
তিনি উল্লেখ করেন গার্মেন্টসসহ বিভিন্ন খাতের শ্রমিকদের ঈদের ছুটি কমিয়ে এনে সরকার নিষ্ঠুর অমানবিকতার পরিচয় দিয়েছে। ঈদের এই সময় গার্মেন্টসসহ বিভিন্ন খাতের শ্রমিকেরা ৮/১০ দিন ছুটি কাটায়। সারাবছর এই ছুটির জন্য শ্রমিকেরা অপেক্ষা করে। সরকার ও মালিকেরা মিলে এখন যেভাবে শ্রমিকদের ছুটি কর্তন করেছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের স্বাস্থ্যের জন্যএই ছুটি প্রয়োজন। শ্রমিকদের প্রয়োজনীয় বিশ্রাম উৎপাদনশীলতার জন্যেও জরুরী।
বিবৃতিতে তিনি পূর্বের হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার করে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ও উৎসবকালীন ছুটি নিশ্চিত করার জন্য সরকার ও মালিকদের প্রতি আহ্বান জানান।




ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে ঝুঁকিতে ফেলা যাবেনা
সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
নির্বাচনে কালো টাকা বন্ধ না হলে আগামী সংসদেও বিত্তবান আর রাজনৈতিক মাফিয়াদের আধিপত্য দেখা যাবে
রাঙামাটিতে ভোটকেন্দ্রের নিরাপত্তায় র্যাব, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
এবারের নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রতি ভোট কেন্দ্রে র্যাব, সেনাবাহিনী মোতায়েন করার দাবি
যুগপৎ আন্দোলনের শরীকদের মধ্যে অবিশ্বাস অনাস্থা বাড়তে দেয়া যাবেনা
রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার ব্যাপক গণসংযোগ ও পথসভা
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
পার্বত্য বড়ুয়া কনভেনশন : স্মারকলিপি প্রদান, কালো ব্যাজ ধারণ ও হরতালের কর্মসূচি ঘোষণা 