

রবিবার ● ২০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৪২ নাগরিকের অসদাচরণের অভিযোগ জনগণের পুঞ্জিভূত অভিযোগের প্রতিফলন
নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৪২ নাগরিকের অসদাচরণের অভিযোগ জনগণের পুঞ্জিভূত অভিযোগের প্রতিফলন
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশের ৪২ বিশিষ্ট নাগরিক কর্তৃক গুরুতর অসদাচরণের অভিযোগ করে রাষ্ট্রপতি বরাবর চিঠি পাঠানোর ঘটনাকে কমিশন সম্পর্কে দেশের জনগণের পুঞ্জিভূত অভিযোগের বহিঃপ্রকাশ হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন ইসি জনগণের ভোটাধিকার কেড়ে নেয়াসহ গোটা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানকে যেভাবে নষ্ট করে দিয়েছে এই ক্ষেত্রে তার কোন দ্বিতীয় নজির নেই। এর সাথে বিশিষ্ট নাগরিকেরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি আর্থিক অনিয়মের যেসমস্ত অভিযোগ উত্থাপন করেছেন বাংলাদেশে তারও কোন উদাহারণ নেই। এসব মারাত্মক অভিযোগের তদন্তে নাগরিকবৃন্দ সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার যে দাবি জানিয়েছেন তাও জনদাবির প্রতিফলন
বিবৃতিতে তিনি বলেন, এই ধরনের অভিযোগের পর নির্বাচন কমিশনের সদস্যদের দায়িত্বে থাকার নৈতিক অধিকার থাকে না। তিনি অনতিবিলম্বে এতসব গুরুতর অভিযোগের পর অভিযোগসমূহের সুষ্ঠু ও গ্রহণযোগ্য তদন্তের স্বার্থে নৈতিক দায়িত্ব নিয়ে স্বেচ্ছায় তাদের বর্তমান পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। দায়িত্ব থেকে সরে যেয়ে তারা প্রয়োজনে তাদের আত্মপক্ষ সমর্থন করতে পারেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এসব ব্যাপারে জনগণের শেষ ভরসাস্থল মহামান্য রাষ্ট্রপতি নিশ্চয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে উত্থাপিত নজিরবিহীন অভিযোগসমূহকে যথাযথভাবে আমলে নেবেন এবং তার পদের নৈতিক ক্ষমতাবলে উত্থাপিত অভিযোগসমূহের তদন্তের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
তিনি উল্লেখ করেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে গুরুত্বপূর্ণ এই সংবিধানের প্রতিষ্ঠানের সম্মান ও মর্যাদা পুরোপুরি ভূলুন্ঠিত করেছেন। এর ফলে দেশ থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনই বিদায় নিয়েছে। এর দায়দায়িত্ব অবশ্যই নির্বাচন কমিশনকে বহন করতে হবে।