বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » রাজধানীতে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা পুলিশী রাষ্ট্র বানাবার আর এক পদক্ষেপ : কমরেড সাইফুল হক
রাজধানীতে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা পুলিশী রাষ্ট্র বানাবার আর এক পদক্ষেপ : কমরেড সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে পূর্ব অনুমতি ছাড়া ঢাকা মহানগরের সভা-সমাবেশের উপর পুলিশী নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান এবং বলেন, পুলিশী এই নিষেধাজ্ঞা নাগরিকদের সাধারণ গণতান্ত্রিক অধিকার হরণ করার সামিল। তিনি বলেন, জনশৃঙ্খলার যে অজুহাতে ঢাকা মহানগরীতে সভা-সমাবেশের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা পুরোপুরি অযৌক্তিক। এই নিষেধাজ্ঞা বজ্র আটুনি ফস্কা গেরোর মত। করোনার মধ্যে দায়দায়িত্বহীনভাবে সবকিছু খুলে দিয়ে এখন সভা-সমাবেশে বিধিনিষেধ বিরোধী কন্ঠ দমনে সরকারের স্বৈরতান্ত্রিক তৎপরতারই অংশ। এই ধরনের বিধি নিষেধ দেশকে ক্রমান্বয়ে আরো শক্তপোক্তভাবে পুলিশী রাষ্ট্রে পরিণত করবে।
বিবৃতিতে তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন সরকারি দল তাদের সহযোগি সংগঠন এবং সমর্থকদের সভা-সমাবেশের জন্য পূর্বানুমতির প্রয়োজন হয় না। অথচ বিরোধী দলকে অসংখ্য শর্তে সভা-সমাবেশ-মিছিল করতে হয়। পুলিশ যে সীমা বেধে দেয় তার মধ্যেই তাদেরকে থাকতে বলা হয়। এইভাবে একদেশে দুই ধারা, দুই আইন চালু রয়েছে। এটা চলতে পারে না। তিনি বলেন, পুলিশ এখন রাজনীতির সীমানা ঠিক করে দিচ্ছে। সরকার ও সরকারি দলকে খুশী রাখতে বিরোধীদের দমনে তারা যখন তখন বল প্রয়োগ করে চলেছে। পুলিশী বাড়াবাড়ি ও নির্যাতন-নিপীড়নের কারণে অনেক সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
বিবৃতিতে তিনি ঢাকা মহানগরীতে সভা-সমাবেশের উপর পুলিশী বিধিনিষেধ অনতিবিলম্বে প্রত্যাহার করে নাগরিকদের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।




ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে ঝুঁকিতে ফেলা যাবেনা
সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
নির্বাচনে কালো টাকা বন্ধ না হলে আগামী সংসদেও বিত্তবান আর রাজনৈতিক মাফিয়াদের আধিপত্য দেখা যাবে
রাঙামাটিতে ভোটকেন্দ্রের নিরাপত্তায় র্যাব, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
এবারের নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রতি ভোট কেন্দ্রে র্যাব, সেনাবাহিনী মোতায়েন করার দাবি
যুগপৎ আন্দোলনের শরীকদের মধ্যে অবিশ্বাস অনাস্থা বাড়তে দেয়া যাবেনা
রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার ব্যাপক গণসংযোগ ও পথসভা
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
পার্বত্য বড়ুয়া কনভেনশন : স্মারকলিপি প্রদান, কালো ব্যাজ ধারণ ও হরতালের কর্মসূচি ঘোষণা 