বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় » আদালতের রায় পুলিশী হেফাজতে মৃত্যু ও নির্যাতন-নিপীড়নের উপযুক্ত বিচারের রাস্তাও প্রশস্ত করল
আদালতের রায় পুলিশী হেফাজতে মৃত্যু ও নির্যাতন-নিপীড়নের উপযুক্ত বিচারের রাস্তাও প্রশস্ত করল
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের পক্ষ থেকে আজ প্রদত্ত এক বিবৃতিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত কর্তৃক পুলিশী হেফাজতে মৃত্যু সম্পর্কিত রায়কে দেশের বিচার ব্যবস্থার জন্য ‘মাইলফলক ও যুগান্তকারী’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং থানা হাজতে পিটিয়ে মেরে ফেলাকে ‘চরম মানবাধিকার লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করে গুরুত্বপূর্ণ বিচারিক দায়িত্ব পালন করেছেন। সাড়ে ছয় বছর আগে রাজধানীর পল্লবীতে ইশতিয়াক হোসেনকে পল্লবী থানায় অত্যাচার করে মেরে ফেলার মর্মান্তিক ঘটনায় তিন পুলিশ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড ও পুলিশের দুই সোর্সের ৭ বছর কারাদণ্ড প্রদান বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে। বিবৃতিতে বলা হয়, থানা হাজতে পৈশাচিকভাবে হত্যার রায়ে আদালত কর্তৃক প্রদত্ত পর্যবেক্ষণও তাৎপর্যপূর্ণ।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আদালতের এই গুরুত্বপূর্ণ রায়ের ফলে পুলিশী হেফাজতে অপরাপর মৃত্যু ও নির্যাতন-নিপীড়নের অসংখ্য হৃদয়বিদারক মানবাধিকারের চরম লংঘনের মত ঘটনাসমূহের উপযুক্ত বিচার পাওয়ার পথও খানিকটা প্রশস্ত হল। বিবৃতিতে বলা হয়, থানা হাজতে নির্যাতন-নিপীড়ন এখন এক সাধারণ ঘটনায় পর্যবসিত হয়েছে। এই পর্যন্ত গুরুতর এসব অপরাধের কোন দৃশ্যমান বিচার পাওয়া যায়নি। ইশতিয়াক হোসেনের মৃত্যু সংক্রান্ত আদালতের রায় যদি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিবেচনায় রাখেন তাহলে দেশের মানুষ কিছুটা স্বস্তি পাবে। পুলিশও মানবাধিকার লংঘনের মত ঘটনাসমূহ এড়িয়ে চলতে বাধ্য হবে।
রাজনৈতিক পরিষদের বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, আদালতের এই রায়ের পথ ধরে রাষ্ট্রীয় সন্ত্রাসের লাগাম টেনে ধরা হবে এবং প্রতিটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হবে এবং হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের উপযুক্ত আইনানুগ শাস্তি হবে।




এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত একই পথে হাঁটছে
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ
রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা অর্জন করতে হবে
গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
বাজেটে অমানবিক বৈষম্য বিলোপে দৃশ্যমান কোন উদ্যোগ নেই
নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সাংবিধানিক সুরক্ষার প্রস্তাব দেয়া হয়েছে
রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে চীনকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণের অনুরোধ
সফল পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
নির্বাচন আচরণবিধি চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলসমূহের মতামত নেয়া প্রয়োজন 