রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » নানাভাবে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বিপরীত ধারায় ঠেলে দেবার চেষ্টা চলছে
নানাভাবে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বিপরীত ধারায় ঠেলে দেবার চেষ্টা চলছে
শহীদ বুদ্ধিজীবি দিবসে আজ রবিবার মিরপু্রে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
শ্রদ্ধা জ্ঞাপন করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ মানুষ জননেতা সাইফুল হক , রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মাহবুবুল করিম টিপু, সিকদার হারুন মাহমুদ, ফিরোজ আলী, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর কমিটির সদস্য আরিফুল ইসলাম আরিফ , মোহাম্মদ আলী, নান্টু দাশ এবং পার্টির মহানগর নেতৃবৃন্দ।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত নেতা কর্মী ও গণমাধ্যমের সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন স্বাধীনতার পর সাড়ে পাঁচ দশক পার হলেও এখনও পর্যন্ত শহীদ বুদ্ধিজীবীদের আকাংখ্যার সাম্যভিত্তিক মানবিক,অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়নি, শহীদ বুদ্ধিজীবীদের ঘাতকদের উপযুক্ত বিচারও এখনও সম্পন্ন হয়নি।উল্টো বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ঘোষণার বিপরীতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে।
তিনি বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি বাস্তবে তারা গণঅভ্যুত্থান চেতনাকে ধারণ করতে পারেনি, বিপুল জনপ্রত্যাশা বাস্তবায়ন করতে পারেনি। এ কারণে কখনও ধর্মের নামে,কখনও নানা মতাদর্শের নামে নানাভাবে বলপ্রয়োগ ও জবরদস্তি চাপিয়ে দেয়া হচ্ছে, আমাদের বহুত্ববাদী সহিষ্ণু সমাজে হিংসা, ঘৃণা ছড়িয়ে দেয়া হচ্ছে।জনগণের ঐক্যের পরিবর্তে বিভক্তি ও বিভাজন বাড়িয়ে তোলা হচ্ছে।
তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরে নির্বাচন ও গণভোট বানচালে নানা মহল সক্রিয় রয়েছে। তিনি এসব অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে রাজনৈতিক দল ও জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানান।
তিনি শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন আকাংখ্যা বাস্তবায়নেরও প্রত্যয় ব্যক্ত করেন।




পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
মুক্তিযুদ্ধের বিজয়কে পরাজয়ের ঠেলে দেবার চেষ্টা চলছে
রাঙামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে ঝুঁকিতে ফেলা যাবেনা
সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
নির্বাচনে কালো টাকা বন্ধ না হলে আগামী সংসদেও বিত্তবান আর রাজনৈতিক মাফিয়াদের আধিপত্য দেখা যাবে
রাঙামাটিতে ভোটকেন্দ্রের নিরাপত্তায় র্যাব, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
এবারের নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রতি ভোট কেন্দ্রে র্যাব, সেনাবাহিনী মোতায়েন করার দাবি 