শুক্রবার ● ১২ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
স্টাফ রিপোর্টার :: আজ শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অস্থায়ী কার্যালয় হাসপাতাল এলাকায় এক ভিডিও বার্তায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় রাঙামটি জেলা কমিটির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের সকল কে ধন্যবাদ জানিয়েছেন রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা।
ভিডিও বার্তায় তিনি বলেন, ১৭ মাসে কোন দলের কি ভুমিকা ছিলো নিজেরাই দেখেছেন। একটু স্মরণ করলে আপনাদের সব কিছু মনে পড়ে যাবে।
আমি এবং আমার পার্টি প্রগতিশীল রাজনীতির পক্ষে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য-মানবিক মর্যাদা- সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ।
এবারের নতুন ভোটার, নারী ভোটার, প্রগতিশীল ভোটারদের কাছে জুঁই চাকমা আহবান জানিয়ে বলেন, সুযোগ এসেছে রাঙামাটি-২৯৯ আসনে একজন যোগ্য, সৎ, দেশপ্রেমি মানুষকে আপনাদের ভোট প্রয়োগের মাধ্যমে জাতীয় সংসদে এমপি হিসাবে পাঠানোর।
কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ যেন কালো টাকা আর পেশীশক্তি প্রয়োগ করে এমপি পদ দখল করিতে না পারে, আপনাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, আপনারা সচেতন হলে আপনাদের ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবেনা।
যে সকল রাজনীতিক দলের এমপি প্রার্থী রাঙামাটি-২৯৯ আসনে প্রতিদন্ধীতা করবেন তাদের প্রতি আহবান থাকবে নির্বাচন কমিশনের আইন মেনে এবং একে অপরের প্রতি সম্প্রীতি রক্ষার মাধ্যমে নির্বাচনী পরিবেশ রক্ষার জন্য।
লেভেল প্লেয়িং ফিল্ড এখনো চোখে পড়ছেনা, এবিষয়ে আন্তর্বর্তীকালিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা।
গণমাধ্যম কর্মীদের কাছে জুঁই চাকমা অনুরোধ করে বলেন, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে একজন যোগ্য, সৎ, দেশপ্রেমি সাহসী মানুষ যেন ভোটারগণ নির্বাচিত করিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ভুমিকা অপরিসিম। গণমাধ্যমের নিরপেক্ষতা প্রতি জোর দেন তিনি।
জুঁই চাকমা আরো বলেন, তাদের পার্টির মার্কা হচ্ছে কোদাল মার্কা।
এসময় তিনি বলেন, সব কিছু ঠিক থাকলে ১২ ফেব্রুয়ারী-২০২৬ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে
রাঙামাটি-২৯৯ আসনের ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জুঁই চাকমা আর্শিবাদ কামনা করেন।




পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
রাঙামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
রাঙামাটিতে ভোটকেন্দ্রের নিরাপত্তায় র্যাব, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
এবারের নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রতি ভোট কেন্দ্রে র্যাব, সেনাবাহিনী মোতায়েন করার দাবি
রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার ব্যাপক গণসংযোগ ও পথসভা
পার্বত্য বড়ুয়া কনভেনশন : স্মারকলিপি প্রদান, কালো ব্যাজ ধারণ ও হরতালের কর্মসূচি ঘোষণা
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা প্রথা বাতিলের দাবি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উত্তর কমিটি গঠন 