শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » গণ -অভ্যুত্থান পরবর্তী এক বছরেও শ্রমিকদের উপযুক্ত মজুরি ও অধিকার নিশ্চিত হয়নি
গণ -অভ্যুত্থান পরবর্তী এক বছরেও শ্রমিকদের উপযুক্ত মজুরি ও অধিকার নিশ্চিত হয়নি
অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তিতে বিপ্লবী শ্রমিক সংহতির আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণ -অভ্যুত্থানে শ্রমিকশ্রেণী সবচেয়ে বেশী জীবন দিলেও তাদের মানবিক উপযুক্ত মজুরি ও অধিকার নিশ্চিত হয়নি।গণ- অভ্যুত্থান কেন্দ্র করে তাদের স্বপ্ন আশা হতাশায় পরিনত হয়েছে।পুরানো সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারও মালিকদেরকে তুষ্ট করতেই ব্যস্ত রয়েছে।
তিনি অনতিবিলম্বে গারমেন্টস শ্রমিকসহ বিভিন্ন সেকটরের শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারন, শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু আপতকালিন ব্যবস্থা হিসাবে মহার্ঘ ব্যবস্থা চালুর আহবান জানান। তিনি বন্ধ কারখানা চালু করারও দাবি জানান
তিনি শ্রম সংস্কার কমিশনের সুপারিশসমুহ বাস্তবায়নের উদোগ নিতেও সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন, সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ হবে সরকারকে যাবতীয় পক্ষপাতদুষ্টতা ও বিতর্কিত পদক্ষেপ থেকে বেরিয়ে আসা। তিনি বলেন:, সরকারের নিরপেক্ষতা নিশ্চিত না হলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানও সম্ভব হবেনা। তিনি প্রধান উপদেষ্টার কথিত সেরা নির্বাচনের জন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে আখ্যায়িত করেন।
একইসাথে তিনি আরপিও চূড়ান্ত করার আগে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণের আহবান জানান।
অন্যা আলোচকবৃন্দ সরকারকে কোন অংশের প্রতি ঝুঁকি না থেকে বিচার, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে অবিচল থাকার আহবান জানান।
বিপ্লবী শ্রমিক সংহতির উদ্যোগে আজ সকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে “অন্তর্বর্তী সরকারের এক বছর- শ্রমিক মেহনতিদের অধিকারের প্রশ্ন ” শীর্ষক আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক উপরোক্ত বক্তব্য রাখেন।
বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল, সংগঠননের সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ফিরোজ আলী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সালাউদ্দিন, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আলী, হালিম ভূইয়া, আবু হানিফ প্রমুখ।
সভার শুরুতে গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা নিরবতা পালন করা হয়।




ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে ঝুঁকিতে ফেলা যাবেনা
সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
নির্বাচনে কালো টাকা বন্ধ না হলে আগামী সংসদেও বিত্তবান আর রাজনৈতিক মাফিয়াদের আধিপত্য দেখা যাবে
রাঙামাটিতে ভোটকেন্দ্রের নিরাপত্তায় র্যাব, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
এবারের নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রতি ভোট কেন্দ্রে র্যাব, সেনাবাহিনী মোতায়েন করার দাবি
যুগপৎ আন্দোলনের শরীকদের মধ্যে অবিশ্বাস অনাস্থা বাড়তে দেয়া যাবেনা
রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার ব্যাপক গণসংযোগ ও পথসভা
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
পার্বত্য বড়ুয়া কনভেনশন : স্মারকলিপি প্রদান, কালো ব্যাজ ধারণ ও হরতালের কর্মসূচি ঘোষণা 