শনিবার ● ১৭ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » বিজয়ানন্দ থেরো’র ৪১তম জন্মদিন উদযাপন
বিজয়ানন্দ থেরো’র ৪১তম জন্মদিন উদযাপন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: আজ শনিবার ১৭ মে-২০২৫ চট্টগ্রামের ফটিকছড়ি ঐতিহ্যের হরিনা অমৃতধাম বৌদ্ধ বিহারে ভদন্ত বিজয়ানন্দ থেরো ৪১ তম জন্মদিন পালন করা হয়।
ভদন্ত বিজয়ানন্দ থেরো চট্টগ্রাম বিভাগের বৌদ্ধ ভিক্ষুদের তরুন প্রজন্মের সৃজনশীল মেধার আলোকিত সুদেশক, ইউনাইটেড নেচার ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম বিভাগীয় প্রধান কোঅর্ডিনেটর, সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের প্রকল্প সম্পাদক, উত্তর ফটিকছড়ি ভূজপুর আঞ্চলিক ভিক্ষু সমিতির মহাসচিব,মানবিক সংগঠন ধাম্মামিশন ফাউন্ডেশনের সভাপতি,অনলাইন ভিত্তিক দি মিশন টিভির পরিচালক,ভুজপুরের ঐতিহ্যবাহী হরিনা অমৃতধাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ,মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু তাঁর শুভ জন্মদিন পালন করেন ফটিকছড়ি ঐতিহ্যের ভুজপুর হরিনা অমৃতধাম বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকারা।
হরিনা অমৃতধাম বৌদ্ধ বিহারে আগত ভিক্ষু সংঘ এবং বিভিন্ন স্থান থেকে আগত পূর্ণিথীরা ভদন্ত বিজয়ানন্দ থেরো’কে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।
ভদন্ত বিজয়ানন্দ থেরোর জন্মদিন উপলক্ষে হরিনা অমৃতধাম বৌদ্ধ বিহারে সংঘদান, অষ্টপরিস্কার দান, ভিক্ষ সংঘের পিন্ডিদান ও আগত পূর্ণিথীরা দুপুরের আহার গ্রহন করেন।
এই মহতী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ফটিকছড়ি ভূজপুর আঞ্চলিক ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত রতনপ্রিয় মহাথেরো ৷
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড নেচার ইন্টারন্যাসনাল পীস এর সভাপতি সুমেধ বড়ুয়া।
এসময় ভদন্ত উপতিষ্যমিত্র থেরো, ভদন্ত অমৃতানন্দ থেরো, ভদন্ত সত্যজিত থেরো, ভদন্ত পঞ্ঞাদীপা ভিক্ষু, ভদন্ত বুদ্ধানন্দ ভিক্ষু, ওয়ার্ল্ড বুড্ডিস্ট এসোসিয়েশন ইন বাংলাদেশ চট্টগ্রাম শাখার সভাপতি জিনাংসু বড়ুয়া, ইউনাইটেড নেচার ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার মহাসচিব প্রকৌশলী সমীরন বড়ুয়া ও পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সাধারন সম্পাদক নিমর্ল বড়ুয়ার মিলন প্রমূখ উপস্থিত ছিলেন ।
পরে হরিনা অমৃতধাম বৌদ্ধ বিহার অধ্যক্ষ শিশু কিশোরদের নিয়ে বিজয়ানন্দ থেরো নিজের জন্মদিনের কেক কাটেন।
খুবই চমৎকার একটা আয়োজনে ফটিকছড়ি ঐতিহ্যের ভুজপুর হরিনা অমৃতধাম বৌদ্ধ বিহারে শতাধিক পূণ্যর্থী প্রানবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




সরকারের অকার্যকারীতায় লুম্পেন বখাটেদের দৌরাত্ম অপ্রতিরোধ্য হয়ে উঠছে
ফটিকছড়িতে সম্মিলিত বৌদ্ধ সমাজের নতুন অফিস উদ্বোধন
ফটিকছড়ি কোঠেরপাড় ত্রিরত্নাংকুর বৌদ্ধ বিহার কঠিন চীবর দান অনুষ্ঠিত
ফানুস উড়ানো ও কঠিন চীবর দান উদযাপন করার আহ্বান জানিয়েছেন সংঘরাজ ভিক্ষু মহাসভা
গণঅভ্যুত্থানের আকাংখা বাস্তবায়নে রাজনৈতিক দলের সাথে বোঝাপড়া গড়ে তুলুন
ভূজপুর বৌদ্ধ পরিষদের উদ্যোগে প্রভাতী ধর্মীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন
মানবতাবাদী ভদন্ত বিজয়ানন্দ ভিক্ষু’র থেরোবরন অনুষ্টান সম্পন্ন
রাঙ্গুনিয়াতে ঈশান তালুকদার বাড়ি মহামুনি বৌদ্ধ বিহার এর নির্মাণ কাজের ভিত্তি স্থাপন
রাঙ্গুনিয়াতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এনজিও কর্মী চম্পা চাকমা খুন 