সোমবার ● ২০ জুলাই ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » বেতন ও মূল্য পরিশোধের দাবিতে শ্রমিক-কর্মচারী ও আখচাষীদের রেলপথ অবরোধ
বেতন ও মূল্য পরিশোধের দাবিতে শ্রমিক-কর্মচারী ও আখচাষীদের রেলপথ অবরোধ
গাইবান্ধা :: বকেয়া বেতন ও আখের মূল্য পরিশোধের দাবীতে চলমান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা আজ সোমবার আধাঘন্টাব্যাপী মহিমাগঞ্জ রেলস্টেশনে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে। এ সময় মহিমাগঞ্জ রেলস্টেশনে পুলিশ, রেলপুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক সদস্য আইন শৃংখলা রক্ষায় তৎপর ছিল। রেলপথ অবরোধ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল মহিমাগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বক্তব্য রাখেন, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, রচিক সিডিএ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আখচাষী নেতা জিন্নাত আলী প্রধান প্রমূখ।
বক্তারা বলেন, দেশের সকল বিভাগের চাকুরীজীবীদের ঈদ বোনাস দেয়া হচ্ছে। অথচ এখানকার শ্রমিক-কর্মচারীরা চার মাস ধরে তাদের দেয়া শ্রমের মূল্যটাই দেয়া হচ্ছে না। মানবিক কারণে হলেও আসন্ন ঈদের আগেই ছয় মাস পূর্বে চিনিকলে সরবরাহ আখের মূল্য ও গত চার মাস ধরে বকেয়া থাকা অর্ধ সহস্রাধিক শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বেতনভাতা পরিশোধের দাবী জানান।




আগামী সংসদকে লুটেরা আর বিত্তবানদের ক্লাবে পরিনত করা যাবে না
পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
ইপিজেড নির্মাণ না করার দাবি সাঁওতালদের বিক্ষোভ
বকেয়া বেতন ও আখের মূল্য পরিশোধের দাবীতে শ্রমিক-আখচাষীদের বিক্ষোভ
গাইবান্ধায় থালা হাতে শ্রমিক ও আখচাষীদের বিক্ষোভ
গোবিন্দগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন 