বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » অপারেশন ডেভিল হান্ট চলাকালীন সন্ত্রাস - রাহাজানির বিস্তৃতি মেনে নেয়া যায়না
অপারেশন ডেভিল হান্ট চলাকালীন সন্ত্রাস - রাহাজানির বিস্তৃতি মেনে নেয়া যায়না
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে সামাজিক নৈরাজ্যের বিস্তার ঘটছে। এতে জনজীবনে গভীর উদ্বেগ - উৎকন্ঠা তৈরী হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে বড় দুশ্চিন্তা দেখা দিয়েছে। খোদ রাজধানী ঢাকাসহ দেশব্যাপী আশংকাজনক ভাবেই পরিস্থিতির অবনতি ঘটছে।রাজধানীতেই দিনেদুপুরে রোমহষর্ক ঘটনা ঘটছে। রাজধানীর কিছু অঞ্চল সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিনত হয়েছে।শিক্ষা প্রতিষ্ঠানেও আবার সন্ত্রাসী তৎপরতা বাড়ছে।
তিনি বলেন, সরকারের কথিত ” অপারেশন ডেভিল হান্ট ” চলাকালীন অপরাধ ও খুন রাহাজানির বিস্তার কোনভাবেই মেনে নেওয়া যায়না। তিনি বলেন সরকার অকার্যকর হয়ে পড়লে গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট হয়ে যেতে পারে এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ কাজও প্রবল ঝুঁকির মধ্যে নিপতিত হতে পারে।
তিনি জরুরি ভিত্তিতে অরাজক পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সমন্বিতভাবে সর্বাত্বক উদ্যোগ নেবার আহবান জানান।
তিনি বলেন, ননইস্যুকে ইস্যু বানিয়ে কোন কোন মহল সরকারকে রাজনৈতিক দলসমূহের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে কিনা- আজ এই প্রশ্নও বড় হয়ে দেখা দিয়েছে। তিনি বলেন, সরকার নানাভাবেই নিজেদেরকে বিতর্কিত করে তুলছে। নানা যুক্তিতে সরকার নিজেদের ক্ষমতা প্রলম্বিত করছে কিনা- এই প্রশ্নও দেখা দিয়েছে।
তিনি সংকট উত্তরণে রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া বাড়িয়ে তুলতে সরকারের প্রতি আহবান জানান। একইসাথে তিনি রাজনৈতিক ঐকমত্য বাড়িয়ে তোলার পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।
আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার সকালে পার্টির রাজনৈতিক পরিষদের সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক।
সভায় গৃহীত এক প্রস্তাবে রোজার আগে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর ব্যবস্থা নেবার দাবি জানানো হয়।




ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে ঝুঁকিতে ফেলা যাবেনা
সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
নির্বাচনে কালো টাকা বন্ধ না হলে আগামী সংসদেও বিত্তবান আর রাজনৈতিক মাফিয়াদের আধিপত্য দেখা যাবে
রাঙামাটিতে ভোটকেন্দ্রের নিরাপত্তায় র্যাব, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
এবারের নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রতি ভোট কেন্দ্রে র্যাব, সেনাবাহিনী মোতায়েন করার দাবি
যুগপৎ আন্দোলনের শরীকদের মধ্যে অবিশ্বাস অনাস্থা বাড়তে দেয়া যাবেনা
রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার ব্যাপক গণসংযোগ ও পথসভা
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
পার্বত্য বড়ুয়া কনভেনশন : স্মারকলিপি প্রদান, কালো ব্যাজ ধারণ ও হরতালের কর্মসূচি ঘোষণা 