শনিবার ● ৪ জুলাই ২০২০
প্রথম পাতা » ছবিঘর » রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ করা মুক্তিযুদ্ধের অঙ্গীকারের পরিপন্থী : সাইফুল হক
রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ করা মুক্তিযুদ্ধের অঙ্গীকারের পরিপন্থী : সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ১ জুলাই ২০২০ থেকে রাষ্ট্রায়াত্ব সকল পাটকল বন্ধের সিদ্ধান্তকে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী এবং দায়িত্বহীন ও আত্মঘাতি হিসেবে উল্লেখ করেছেন এবং অনতিবিলম্বে এই হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি বলেন, রাষ্ট্রায়াত্ব পাটকলের অব্যবস্থাপনা, চুরি, দুর্নীতি ও অনিয়মের জন্য পুরো রাষ্ট্রায়াত্ব শিল্পই উঠে যেতে পারে না। দুর্নীতি ও অব্যবস্থাপনাকে প্রশ্রয় দিয়ে এবং পাটকলের আধুনিকায়ন না করে আজ যেভাবে লোকসান দেখানো হচ্ছে তার দায়দায়িত্ব সরকার, সরকারি প্রতিষ্ঠান ও তাদের কর্মকর্তাদেরই বহন করতে হবে। তিনি বলেন, মাথা ব্যাথার জন্য মাথা কেটে ফেলা কোন সমাধান হতে পারে না।
তিনি বলেন, স্থায়ী-অস্থায়ী মিলে প্রায় ৫০ হাজার শ্রমিক এসব কারখানার সাথে যুক্ত। মহামারীর একটা ভয়াবহ দুর্যোগে জনগণের প্রতি দায়বদ্ধ কোন সরকার অর্ধলক্ষ শ্রমিককে এভাবে বেকার করে দিতে পারে না। মহামারীকালে শ্রমিকের কর্মসংস্থানের অধিকার কেড়ে নেবার অধিকার কারও নেই। এটা সরকারের নিষ্ঠুর ও অমানবিক আচরণের বহিঃপ্রকাশ।
তিনি বলেন, ৬৯’র গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ পরবর্তী আওয়ামী লীগ সরকারেরই অঙ্গীকার ছিল পর্যায়ক্রমে রাষ্ট্রায়াত্ব শিল্পখাতকে ক্রমান্বয়ে শক্তিশালী করা। তিনি উল্লেখ করেন, এখন এসব পাটকল বন্ধ করে দিয়ে এর হাজার হাজার কোটি টাকার সহায় সম্পত্তিকে সরকার মুষ্টিমেয় লুটেরাদের হাতে তুলে দেবার আয়োজন করছে। সরকারের এই সিদ্ধান্তে পরোক্ষভাবে লাভবান হবে ভারতের পাটশিল্প। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে পাটজাত পণ্যের যখন চাহিদা বেড়েছে তখন রাষ্ট্রায়াত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, যে যুক্তিতে বিএনপি-জামায়াত জোট সরকার আদমজী পাটকল বন্ধ করে দিয়েছিল এখন আওয়ামী লীগ সরকারও একই যুক্তি হাজির করে এই ব্যাপারে বিএনপি-জামায়াত সরকারকেই অনুসরণ করছে।
বিবৃতিতে তিনি রাষ্ট্রায়াত্ব পাটকল বন্ধ করার কায়েমী স্বার্থবাদীদের নীলনকসা থেকে সরে আসার জন্য আবারও সরকারের প্রতি আহ্বান জানান।




ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে ঝুঁকিতে ফেলা যাবেনা
সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
নির্বাচনে কালো টাকা বন্ধ না হলে আগামী সংসদেও বিত্তবান আর রাজনৈতিক মাফিয়াদের আধিপত্য দেখা যাবে
রাঙামাটিতে ভোটকেন্দ্রের নিরাপত্তায় র্যাব, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
এবারের নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রতি ভোট কেন্দ্রে র্যাব, সেনাবাহিনী মোতায়েন করার দাবি
যুগপৎ আন্দোলনের শরীকদের মধ্যে অবিশ্বাস অনাস্থা বাড়তে দেয়া যাবেনা
রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার ব্যাপক গণসংযোগ ও পথসভা
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
পার্বত্য বড়ুয়া কনভেনশন : স্মারকলিপি প্রদান, কালো ব্যাজ ধারণ ও হরতালের কর্মসূচি ঘোষণা 