

শুক্রবার ● ১৫ মার্চ ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » জনসেবার পরিবর্তে রাজনীতিকে দ্রুত অর্থবিত্ত গড়ে তোলার হাতিয়ারে পরিনত করা হয়েছে : সাইফুল হক
জনসেবার পরিবর্তে রাজনীতিকে দ্রুত অর্থবিত্ত গড়ে তোলার হাতিয়ারে পরিনত করা হয়েছে : সাইফুল হক
আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই দিনব্যাপী রাজনৈতিক কর্মশালা উদ্বোধন করতে যেয়ে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জবরদস্তি করে ক্ষমতায় থাকতে যেয়ে সরকার ও সরকারি দল রাজনীতিতে পচন ধরিয়ে দিয়েছে। রাজনীতিকে জনসেবার পরিবর্তে ক্ষমতাসীনরা দ্রুত অর্থবিত্ত গড়ে তোলার বাহনে পরিনত করেছে । এজন্য যেকোন ভাবে তারা ক্ষমতায় টিকে থাকত চায়। বিরোধী দলে থাকাকে তারা ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আদর্শিক নীতিনিষ্ঠ রাজনীতিকে তারা নির্বাসনে পাঠিয়েছে।
তিনি বলেন, ভোটের নিয়মতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ তারা বন্ধ করে দিয়েছে।
তিনি বলেন, ক্ষমতায় থাকার রাজনৈতিক ও নৈতিক বৈধতা না থাকায় সরকার দেশে চালাতে পারছেনা।বিভিন্ন ক্ষেত্রে এক ধরনের নৈরাজা দেখা দিয়েছে। তিনি বলেন, এই অবস্থা পরিবর্তনে এই সরকারকে বিদায় দেয়া ছাডা আর কোন পথ নেই।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে আদর্শিক ও রাজনৈতিক বিষয়ে এই কর্মশালা চলছে।
কর্মশালায় দুই অধিবেশনে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান,আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, শহীদুল আলম নান্নু,ফিরোজ আহমেদ, এপোলো জামালী,সাইফুল ইসলাম, মীর রেজাউল আলম প্রমুখ।
সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।