রবিবার ● ৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » ডামি নির্বাচন বর্জন করায় দেশবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হকের অভিনন্দন
ডামি নির্বাচন বর্জন করায় দেশবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হকের অভিনন্দন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সরকার ও সরকারি দলের একতরফা ভাগবাটোয়ারার ডামি নির্বাচন বর্জন করে সরকারের প্রতি গণঅনাস্থা প্রকাশ করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন সরকার ও সরকারি দলের ভোট ভোট খেলা প্রত্যাখ্যান ও বর্জন করে দেশের মানুষ সরকার না বলে দিয়েছে ; আর একবার সরকারকে লালকার্ড দেখিয়ে দিয়েছে।
তিনি বলেন, বিরোধী দলসমূহের ডাকে ভোট বর্জনের মধ্য দিয়ে মানুষ আরও একবার তাদের অহিংস প্রতিবাদের শক্তির প্রমাণ দিয়েছে। আজকের ভোটের প্রতি গণঅনাস্থা দেখিয়ে একটি শ্বাসরুদ্ধকর ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ তাদের পুঞ্জিভূত ক্ষোভেরও বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
তিনি বলেন, আজ মানুষ দেখিয়ে দিয়েছে যে, সরকারী দল ও তার মানসম্মানহীন মিত্রদের মধ্যে নির্বাচন নির্বাচন খেলায় দেশ ও জনগণের কোন স্বার্থ নেই।
তিনি বলেন, অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের গণদাবিকে অস্বীকার করে বিরোধী দলবিহীন আর একটি ব্যর্থ, অকার্যকর ও নির্বাচনী তামাশায় জনগণের আগ্রহ ও অংশ নেবারও যে কোন কারণ নেই আজ তাও পরিস্কার হয়েছে। তিনি বলেন নির্বাচনের নামে এই গণতামাশা ভোটারদের প্রতি যে চরম অবমাননার সামিল, আজ ভোটারেরা তার জবাব দিয়েছে।
তিনি বলেন, সরকারের রাজনৈতিক পরাজয় এই যে, ভোটপ্রদানে অনিচ্ছুক ভোটারদের ভোট কেন্দ্রে আনতে গোটা রাষ্ট্রীয় প্রশাসন ও সরকারি দল থেকে থেকে চাপ, হুমকি, প্রলোভন সত্বেও ভোটারদেরকে তারা ভোট কেন্দ্রে আনতে পারেনি।
তিনি বলেন, আজকের এই গণ অনাস্থার পর কথিত নির্বাচনী ফলাফল ঘোষণা করে দেশে ফ্যাসিবাদী দুঃশাসনকে, সরকারের অবৈধ ও অনৈতিক ক্ষমতা আরও প্রলম্বিত করার কোন অবকাশ নেই।
তিনি অনতিবিলম্বে কথিত ভোটের এই ফলাফল বাতিল করে সরকারের পদত্যাগের ঘোষণা দেবার আহবান জানান।




পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
মুক্তিযুদ্ধের বিজয়কে পরাজয়ের ঠেলে দেবার চেষ্টা চলছে
রাঙামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
নানাভাবে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বিপরীত ধারায় ঠেলে দেবার চেষ্টা চলছে
ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে ঝুঁকিতে ফেলা যাবেনা
সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
নির্বাচনে কালো টাকা বন্ধ না হলে আগামী সংসদেও বিত্তবান আর রাজনৈতিক মাফিয়াদের আধিপত্য দেখা যাবে
রাঙামাটিতে ভোটকেন্দ্রের নিরাপত্তায় র্যাব, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
এবারের নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রতি ভোট কেন্দ্রে র্যাব, সেনাবাহিনী মোতায়েন করার দাবি 