শুক্রবার ● ১৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » জাতীয় » দেশের জনগণ সংবিধান পরিপন্থী কোন নিষেধাজ্ঞা মেনে নেবেনা : সাইফুল হক
দেশের জনগণ সংবিধান পরিপন্থী কোন নিষেধাজ্ঞা মেনে নেবেনা : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে নির্বাচন বিরোধী কর্মসূচীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন মন্ত্রণালয়ের এই নিষেধাজ্ঞা নজিরবিহীন ও সংবিধানের পরিপন্থী। এই নিষেধাজ্ঞা সংবিধানে প্রদত্ত নাগরিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকার হরণ করার সামিল।
তিনি বলেন, নির্বাচন কমিশনের যে পরিপত্রের অজুহাতে এই নিষেধাজ্ঞা সেটাই সংবিধান ও জনগণের ন্যুনতম গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। নির্বাচন কমিশনের এই তৎপরতা তাদের এক্তিয়ারের বাইরে। বিবৃতিতে তিনি বলেন, ভোটারদের নির্বাচনের পক্ষে প্রচারণা চালাবার যেমন অধিকার রয়েছে, তেমনি নির্বাচনের বিপক্ষে প্রচারণা চালাবার অধিকারও মানুষের রয়েছে।কোন পরিপত্র বা বিধিনিষেধ দিয়ে এই অধিকার হরণ বা স্থগিত রাখার কোন অবকাশ নেই।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, দেশে কি জরুরী অবস্থা জারী করা হয়েছে, বা সংবিধান স্থগিত রাখা হয়েছে!! তা যদি না হয় তাহলে কোন যুক্তিতে জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবেনা।
তিনি বলেন, একটা নীলনকশার পাতানো নির্বাচন নির্বাচন খেলাকে সুরক্ষা দিতে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে দেশের মানুষ ও বিরোধী রাজনৈতিক দলসমূহের কাছে তা গ্রহণযোগ্য নয়।তিনি বলেন, দেশের জনগণ শান্তিপূর্ণভাবে ভাগাভাগির নির্বাচনী তৎপরতাকে প্রত্যাখ্যান ও বর্জন করবে।
তিনি অনতিবিলম্বে গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী বেআইনী এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবার আহবান জানান।
মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচী :
আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সকাল ৯ টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে ও মুক্তিযুদ্ধের শহীদদের শহীদদের প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করবে।
পার্টি সারাদেশে শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদান করে সকল শহীদদের স্মরণ করবে।




এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত একই পথে হাঁটছে
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ
রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা অর্জন করতে হবে
গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
বাজেটে অমানবিক বৈষম্য বিলোপে দৃশ্যমান কোন উদ্যোগ নেই
নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সাংবিধানিক সুরক্ষার প্রস্তাব দেয়া হয়েছে
রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে চীনকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণের অনুরোধ
সফল পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
নির্বাচন আচরণবিধি চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলসমূহের মতামত নেয়া প্রয়োজন 