মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » সেকান্দার হোসেনের আকস্মিক মৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সেকান্দার হোসেনের আকস্মিক মৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যম প্রদত্ত এক বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা কমিটির সাবেক সম্পাদক সেকেন্দার হোসেনের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে তিনি বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে ঢাকার একটি হাসপাতালে সেকান্দার আকস্মিকভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খি রেখে গেছেন। ছাত্র আন্দোলন থেকে পরবর্তীতে তিনি নবাবগঞ্জ - দোহার অঞ্চলে কৃষক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তিনি বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে কোদাল প্রতীকে অংশগ্রহণ করেছিলেন।
গেল ২৮ অক্টোবর ঢাকায় গণতন্ত্র মঞ্চের সমাবেশেও তিনি অংশ নিয়েছিলেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রয়াত সভাপতি জননেতা খন্দকার আলী আব্বাসের ঘনিষ্ঠ সহকর্মী হিসাবে তিনি রাজনৈতিকভাবে বেড়ে উঠেছিলেন।
তিনি বলেন, তার এই মৃত্যুতে আমরা শোকাভিভূত। তার সংগ্রামী জীবনের স্মৃতির প্রতি তিনি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানান।




রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
নানাভাবে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বিপরীত ধারায় ঠেলে দেবার চেষ্টা চলছে
ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে ঝুঁকিতে ফেলা যাবেনা
সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
নির্বাচনে কালো টাকা বন্ধ না হলে আগামী সংসদেও বিত্তবান আর রাজনৈতিক মাফিয়াদের আধিপত্য দেখা যাবে
রাঙামাটিতে ভোটকেন্দ্রের নিরাপত্তায় র্যাব, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
এবারের নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রতি ভোট কেন্দ্রে র্যাব, সেনাবাহিনী মোতায়েন করার দাবি
যুগপৎ আন্দোলনের শরীকদের মধ্যে অবিশ্বাস অনাস্থা বাড়তে দেয়া যাবেনা
রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার ব্যাপক গণসংযোগ ও পথসভা
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক 