

বৃহস্পতিবার ● ৫ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » “দিল্লি আছে, আমরা আছি” সরকারী দলের সাধারণ সম্পাদকের এই বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার নামান্তর : গণতন্ত্র মঞ্চ
“দিল্লি আছে, আমরা আছি” সরকারী দলের সাধারণ সম্পাদকের এই বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার নামান্তর : গণতন্ত্র মঞ্চ
গণতন্ত্র মঞ্চ’র পরিচালনা কমিটির-এর সভা আজ বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, সন্ধ্যা ৭টায়, নাগরিক ঐক্যের কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সম্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদ-এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন।
উক্তসভায় আরো উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দিপু সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, ভাসানী অনুসারী পরিষদ-এর সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, জেএসডি সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বিপ্লবী ওয়ার্কাস পার্টির রাজনৈতিক পরিষদ-এর সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাক।
সভায় নেতৃবৃন্দ বলেন, সরকারী দলের সাধারণ সম্পাদক তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করেছে বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে তারা ক্ষমতায় থাকার পাঁয়তারা করছে। সরকারি দল দেশের জনগণ নয় বরং বিদেশি শক্তির অনুগ্রহ নিয়ে তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। সভায় নেতৃবৃন্দ আরো বলেন, দেশের সার্বভৌমত্ব বিরোধী এ ধরনের কোন অপু তৎপরতা দেশের মানুষ বরদাস্ত করবে না। সকল দেশবাসীকে ঐক্যবদ্ধ ভাবে এই অবৈধ, মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
আগামীকাল ০৬ অক্টোবর ২০২৩, শুক্রবার, সন্ধ্যা ছয়টা গণতন্ত্র মঞ্চের জরুরি প্রেস ব্রিফিং রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।