

বৃহস্পতিবার ● ১১ মে ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » আগামীকাল ১২ মে বিকেলে শাহবাগে গণতন্ত্র মঞ্চের সমাবেশ
আগামীকাল ১২ মে বিকেলে শাহবাগে গণতন্ত্র মঞ্চের সমাবেশ
আগামীকাল ১২ মে ২০২৩ শুক্রবার বিকাল সাড়ে ৩ট্য় শাহবাগে গণতন্ত্র মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হবে। অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সমাবেশে বক্তব্য রাখবেন জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডি:র সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম সহ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ আন্দোলনের পরবর্তী কর্মসূচীও ঘোষণা করবেন।