

শুক্রবার ● ১২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায় দেশে ধর্ষণ যৌন নিপীড়নকে আরও উৎসাহিত করবে
রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায় দেশে ধর্ষণ যৌন নিপীড়নকে আরও উৎসাহিত করবে
শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ ১২ নভেম্বর শুক্রবার এক বিবৃতিতে রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই তরুণী শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামিদের খালাস,মামলার রায় ও পর্যবেক্ষণে তীব্র ক্ষোভ, বিশ্ময় ও শংকা ব্যক্ত করেছেন এবং এই বলেছেন নিম্ন আদালতে এই মামলার রায়ে দেশে ধর্ষক ও যৌন নিপীড়নকারীরা আরও উৎসাহিত হবে।এই রায় নারীদের জীবন ও সম্ভ্রমকে আরও বিপদাপন্ন করবে।এই রায় বিস্ময়কর ও বিচারহীনতার নামান্তর।
নেতৃবৃন্দ বলেন, ৭২ ঘন্টা পর ধর্ষণের মামলা না নেবার কথা খুবই বিপজ্জনক , প্রকারান্তরে মামলা না নেবার নির্দেশনা। তারা বলেন এই রায় ন্যায় বিচার ও আইনের শাসনের পরিপন্থী।
তারা বলেন , দুইজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যেভাবে রায়ে আখ্যায়িত করা হয়েছে তা আপত্তিকর ও ভয়ানক। তারা বলেন কোন নারী যদি যৌনপেশায়ও যুক্ত থাকেন তারও ন্যায় পাওয়ার অধিকার রয়েছে।
তারা ক্ষোভের সাথে উল্লেখ করেন, ক্ষমতাবানদের কাছে আইন - আদালতও কিভাবে জিম্মি হয়ে যায় তাও আর একবার প্রমাণ হল।
রেইনট্রি হোটেলে এই ধর্ষণ মামলার যথাযথ তদন্তে পুলিশী গাফিলতির তারা তীব্র সমালোচনা করেন এবং বলেন , পক্ষপাতদুষ্টভাবে যে এই মামলার তদন্ত রিপোর্ট দেয়া হয়েছে তা স্পষ্ট।
নেতৃবৃন্দ আলোচিত এই মামলার পুনঃতদন্ত এবং উচ্চ আদালত এই মামলার রায়ের বিরুদ্ধে আপীন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।