মঙ্গলবার ● ৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » সাংবাদিক কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের তিন মামলায় অভিযোগ গঠন করায় গভীর উদ্বেগ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সাংবাদিক কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের তিন মামলায় অভিযোগ গঠন করায় গভীর উদ্বেগ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ডিজিটাল নিরাপত্তা আইনে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে দায়ের করা পৃথক তিন মামলায় একই দিনে তিনটি অভিযোগ গঠনে গভীর উদ্বেগ,হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন সাংবাদিক শফিকুল ইসলাম কাজল বহুমাত্রিক ষড়যন্ত্রের শিকার। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ও ন্যায়বিচারের স্বার্থে তাকে স্বসম্মানে অব্যাহতি দেয়া দরকার ছিল।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, সরকারের নীতিনির্ধারকেরা একদিকে বলছেন, হয়রানির উদ্দেশ্যে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করা হবে না; অথচ নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনকে ব্যবহার করে সাংবাদিক কাজলকে ধারাবাহিকভাবে হয়রানি করা হচ্ছে। মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধেও নানাভাবে এই কালাকানুন প্রয়োগ করা হচ্ছে।এই কালাকানুন ব্যবহার করে মুক্ত সাংবাদিকতাকে অসম্ভব করে তোলা হচ্ছে। তিনি বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণসহ নাগরিকদের ন্যুনতম বাক স্বাধীনতা হরণ করতে এই হয়রানিমূলক আইনকে যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, ৫৩ দিন গুম থেকে উদ্ধার হওয়া সাংবাদিক কাজল শারীরিক, মানসিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত।এই অবস্থায় হয়রানি ও নিপীড়নমূলক এইসব মামলা চালিয়ে নেওয়ার ক্ষমতাও তার নেই।
তিনি অনতিবিলম্বে সাংবাদিক কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করার দাবি জানান।
একই সাথে তিনি বাক স্বাধীনতা , মুক্ত ও অনুসন্ধানী সাংবাদিকতার পরিপন্থী নিবর্তনমূলক এই কালাকানুন বাতিল করারও আহবান জানান।




পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
মুক্তিযুদ্ধের বিজয়কে পরাজয়ের ঠেলে দেবার চেষ্টা চলছে
রাঙামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
নানাভাবে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বিপরীত ধারায় ঠেলে দেবার চেষ্টা চলছে
ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে ঝুঁকিতে ফেলা যাবেনা
সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
নির্বাচনে কালো টাকা বন্ধ না হলে আগামী সংসদেও বিত্তবান আর রাজনৈতিক মাফিয়াদের আধিপত্য দেখা যাবে
রাঙামাটিতে ভোটকেন্দ্রের নিরাপত্তায় র্যাব, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
এবারের নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রতি ভোট কেন্দ্রে র্যাব, সেনাবাহিনী মোতায়েন করার দাবি 