বৃহস্পতিবার ● ১২ আগস্ট ২০২১
প্রথম পাতা » ঢাকা বিভাগ » করোনাকে কেন্দ্র করে মন্ত্রীদের উদ্ভট বক্তব্য ‘অমানবিক করোনা বিনোদন’ সৃষ্টি করছে : টিপু
করোনাকে কেন্দ্র করে মন্ত্রীদের উদ্ভট বক্তব্য ‘অমানবিক করোনা বিনোদন’ সৃষ্টি করছে : টিপু
প্রেস বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, সরকারের আত্মম্ভরীতার কারণে গণটিকা প্রদান কার্যক্রমে দেশের অধিকাংশ অঞ্চলে এক নৈরাজ্যিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এব্যাপারে তাদের পরিকল্পনাহীনতা, সমন্বয়হীনতা এবং সুনির্দিষ্ট ও সমন্বিত কোন রোড়ম্যাপ না থাকায় টিকা প্রদানকে কেন্দ্র করে সৃষ্ট গণবিশৃংখলা গণহতাশার জন্ম দিয়েছে। শুধু তাই নয় যেভাবে গণটিকা কার্যক্রম চলছে তাতে নতুন করে করোনার গণসংক্রমনের আশংকা আরও বাড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, করোনা শুরু থেকেই সরকার দলীয়করণ ও দলীয় সংকীর্ণতায় এককভাবে চলতে গিয়ে করোনা পরিস্থিতিকে লেজে গোবরে করে ফেলেছে। যার নিকৃষ্টতম শিকার হচ্ছে দেশের সাধারণ জনগণ।
আবু হাসান টিপু আরও বলেন, করোনাকে কেন্দ্র করে সরকারের একেক মন্ত্রীর একেক রকম উদ্ভট বক্তব্য এবং সকালে এক সিদ্ধান্ত বিকেলে তা বদল করে আরেক সিদ্ধান্ত ঘোষণা করে এক ‘অমানবিক করোনা বিনোদন’ সৃষ্টি করে চলছেন, যা এই সংকট মোকাবেলায় সরকারের সীমাহীন ব্যর্থতা ও অস্থিরতারই বহিঃপ্রকাশ।
১০ আগস্ট বিকেলে হাজীগঞ্জ বাজারে মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ কর্তৃক করোনা ভ্যাক্সিনের ফ্রি নিবন্ধন কর্মসূচি পরিচালনাকালে আবু হাসান টিপু এসব বলেন।
করোনা ভ্যাক্সিনের এই ফ্রি নিবন্ধন কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ আহবায়ক ও সম্মুখ সারির করোনাযোদ্ধা বদরুল হক, মৈত্রী মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সৈয়দ খালেদ হাসান মিলন, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মরণ স্মৃতি সংসদ এর সদস্য সচিব আনোয়ার হোসেন মুক্তি, মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ যুগ্ন আহবায়ক খোকন রাজ, শ্রমিকনেতা মোক্তার হোসেন, সামসুজ্জামান বাবর, মুরাদ হোসেন, মাসুদ রানা, ফাতেমা লতিফ রুনু, রূপচাঁন মিয়া, খুশবু রাজ প্রমূখ।




ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে ঝুঁকিতে ফেলা যাবেনা
নির্বাচনে কালো টাকা বন্ধ না হলে আগামী সংসদেও বিত্তবান আর রাজনৈতিক মাফিয়াদের আধিপত্য দেখা যাবে
যুগপৎ আন্দোলনের শরীকদের মধ্যে অবিশ্বাস অনাস্থা বাড়তে দেয়া যাবেনা
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
হামলা আক্রমণ করে বন্দর বিদেশীদের হাতে দেয়া যাবেনা
সরকার ও নির্বাচন কমিশনকেই নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
সমাজে ঐক্যের পরিবর্তে হিংসা বিভাজন ছড়িয়ে দেয়া হচ্ছে
এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত একই পথে হাঁটছে
আরপিও’র অগণতান্ত্রিক ধারা বাতিল করুন 