সোমবার ● ১৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ছবিঘর » মানুষের দায়িত্ব নিতে না পারায় লকডাউন কার্যকরি হচ্ছে না, প্রত্যাশিত ফল আসছে না
মানুষের দায়িত্ব নিতে না পারায় লকডাউন কার্যকরি হচ্ছে না, প্রত্যাশিত ফল আসছে না
ঢাকা :: আজ ১৯ এপ্রিল সোমবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের ভার্চুয়াল মিটিং এ নেতৃবৃন্দ বলেন শ্রমজীবীসহ স্বল্প আয়ের মানুষের দায়িত্ব নিতে না পারায় লকডাউন কার্যকরি হচ্ছে না ও সংক্রমন নিয়ন্ত্রণে প্রত্যাশিত সাফল্য আসছে না। তারা বলেন, স্বল্পআয়ের পরিবারসমূহের আর্থিক দায়িত্ব না নিয়ে কেবল ঘোষণা দিলেই লকডাউন কার্যকরি হবে না। তারা বলেন, লকডাউনের মধ্যে গার্মেন্টসসহ শিল্প-কারখানা খোলা রেখে সত্তর লক্ষাধিক শ্রমিককে চরম ঝুঁকির মধ্যে ঠেলে দেয়া হয়েছে। চাকরি বাঁচানোর দায়ে চার/পাঁচ মাইল হেঁটে ও কোন প্রণোদনা ছাড়াই চরম ঝুঁকি নিয়ে শ্রমিকদের আসা-যাওয়া করতে হয়। তাদের কোন ঝুঁকি ভাতাও নেই। নেতৃবৃন্দ এই চরম অমানবিক অবস্থার দ্রুত অবসান ঘটাতে সরকার ও মালিকদেরকে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেবার আহ্বান জানান। নেতৃবৃন্দ করোনার পরীক্ষা, অক্সিজেন ও আইসিইউ শয্যার সংকটসহ চিকিৎসার অব্যবস্থাপনা ও অপ্রতুলতায় ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন করোনার এক বছর পর এখন আর এ সম্পর্কে সরকারের কোন অজুহাত গ্রহণযোগ্য নয়।
ভার্চুয়াল সভায় নেতৃবৃন্দ চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যু কেন্দ্রে বাঁচার ন্যায্য দাবিতে আন্দোলনরত শ্রমিকদের বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত পুলিশ ও মালিকপক্ষকে অনতিবিলম্বে গ্রেফতার, বিচার, আহতদের উপযুক্ত চিকিৎসা, হতাহতের পরিবারসমূহের প্রয়োজনয় পুনর্বাসনের আহ্বান জানান।
পার্টির সাধারূণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।
সভায় করোনা সংক্রমন ও লকডাউনজনীত পরিস্থিতির কারণে আগামী ২৩ এপ্রিল পার্টির কেন্দ্রীয় প্রতিনিধি সভা ও ২৪ এপ্রিল কেন্দ্রীয় কমিটির সভা স্থগিত করা হয়েছে।




ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে ঝুঁকিতে ফেলা যাবেনা
সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
নির্বাচনে কালো টাকা বন্ধ না হলে আগামী সংসদেও বিত্তবান আর রাজনৈতিক মাফিয়াদের আধিপত্য দেখা যাবে
রাঙামাটিতে ভোটকেন্দ্রের নিরাপত্তায় র্যাব, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
এবারের নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রতি ভোট কেন্দ্রে র্যাব, সেনাবাহিনী মোতায়েন করার দাবি
যুগপৎ আন্দোলনের শরীকদের মধ্যে অবিশ্বাস অনাস্থা বাড়তে দেয়া যাবেনা
রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার ব্যাপক গণসংযোগ ও পথসভা
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
পার্বত্য বড়ুয়া কনভেনশন : স্মারকলিপি প্রদান, কালো ব্যাজ ধারণ ও হরতালের কর্মসূচি ঘোষণা 