শনিবার ● ৬ মার্চ ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে কেবল রাজনৈতিক পুঁজি হিসেবেই ব্যবহার করছে- সাইফুল হক
সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে কেবল রাজনৈতিক পুঁজি হিসেবেই ব্যবহার করছে- সাইফুল হক
রাঙামাটি প্রতিনিধি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন কর্তৃত্ববাদী জবরদস্তির শাসনের অবসান ঘটিয়ে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করতে সকল গণতান্ত্রিক শক্তির রাজপথের ঐক্য জোরদার করার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন গণতান্ত্রিক শক্তি ও জনগণের বৃহত্তর ঐক্য ব্যতিরেকে সরকারের গণবিরোধী স্বেচ্ছাচারী তৎপরতা প্রতিরোধ করা যাবে না। সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে কেবল রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করছে। কিন্তু বাস্তবে তারা মুক্তিযুদ্ধের গণতান্ত্রিক চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্যাতন-নিপীড়নের স্বৈরতান্ত্রিক পথে দেশ পরিচালনা করছে। ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা নিবর্তনমূলক কালো কানুনকে নিজেদের রক্ষাকবচ হিসেবে ব্যবহার করছে। কিন্তু ইতিহাসের স্বাক্ষ্য হচ্ছে কোন কালাকানুনই অতীতে কোন স্বৈরাচারী শাসনকে জনরোষ থেকে রক্ষা করতে পারেনি। ডিজিটাল নিরাপত্তা আইনের মত নিপীড়নমূলক কালাকানুনই শেষ পর্যন্ত বর্তমান সরকারকেও রক্ষা করতে পারবে না। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নয়, নিজেদের নিরাপত্তার জন্যই সরকার একের পর এক কালাকানুন তৈরী করে চলেছে। তিনি অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনসহ জনগণের গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী সকল নিবর্তনমূলক আইন বাতিল করার আহ্বান জানান।
আজ ৬ মার্চ বিকালে রাঙামাটি জেলা কার্যালয়ে পার্টির কর্মী ও শুভ্যার্থী সমাবেশে তিনি উপরোক্ত আহ্বান জানান।
পার্টির রাঙামাটি জেলা সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, স্নিগ্ধা সুলতানা ইভা, জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, জুঁই চাকমা, সদ্য সমাপ্ত রাঙামাটি পৌরসভা নির্বাচনে পার্টির মেয়র প্রার্থী মো. আবদুল মান্নান রানা প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, গত ১৪ ফেব্রুয়ারি রাঙ্গমাটি পৌরসভা নির্বাচনে জনগণের গণতান্ত্রিক আকাঙ্খার প্রতিফলন ঘটেনি। নানা ধরনের জালিয়াতির মাধ্যমে এই নির্বাচনেও ভোটারদের বেশীরভাগ অংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নানা বাধা ও প্রতিকুলতার মধ্যে যারা মেয়র পদে পার্টির প্রার্থী আবদুল মান্নান রানাকে ভোট দিয়েছেন ও তার পক্ষে প্রচারণা চালিয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানান।




নানাভাবে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বিপরীত ধারায় ঠেলে দেবার চেষ্টা চলছে
নির্বাচনে কালো টাকা বন্ধ না হলে আগামী সংসদেও বিত্তবান আর রাজনৈতিক মাফিয়াদের আধিপত্য দেখা যাবে
রাঙামাটিতে ভোটকেন্দ্রের নিরাপত্তায় র্যাব, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
এবারের নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রতি ভোট কেন্দ্রে র্যাব, সেনাবাহিনী মোতায়েন করার দাবি
রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার ব্যাপক গণসংযোগ ও পথসভা
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
হামলা আক্রমণ করে বন্দর বিদেশীদের হাতে দেয়া যাবেনা
সরকার ও নির্বাচন কমিশনকেই নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে
পার্বত্য বড়ুয়া কনভেনশন : স্মারকলিপি প্রদান, কালো ব্যাজ ধারণ ও হরতালের কর্মসূচি ঘোষণা
সমাজে ঐক্যের পরিবর্তে হিংসা বিভাজন ছড়িয়ে দেয়া হচ্ছে 