সোমবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » ছবিঘর » শক্তিশালী বিরোধী দলের কথা বলে বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচিতেও সরকার আতঙ্কিত হয়ে উঠছে
শক্তিশালী বিরোধী দলের কথা বলে বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচিতেও সরকার আতঙ্কিত হয়ে উঠছে
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ সভা সমাবেশে পরিকল্পিত পুলিশী হামলা-নিপীড়ন সরকারের বেসামাল অস্থিরতা ও নার্ভাসনেসের প্রমাণ। মুখে গণতন্ত্র ও শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তার কথা বললেও বাস্তবে তারা বিরোধীদের সাধারণ গণতান্ত্রিক কর্মসূচিকেও সহ্য করতে পারছে না। বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচিতেও তারা আতঙ্কিত হয়ে উঠছে। সাধারণ সত্য উচ্চারণকেও তারা অসম্ভব করে তুলেছে। দেশ পরিচালনায় সরকারের রাজনৈতিক ও নৈতিক জোর না থাকায় দেশকে তারা পুলিশী রাষ্ট্র বানিয়ে ফেলেছে। এই পরিস্থিতি দেশের গণতান্ত্রিক ভবিষ্যতকে গভীর অন্ধকারে নিক্ষিপ্ত করেছে। তিনি বিদ্যমান কর্তৃত্ববাদী শাসনকে পিছু হটিয়ে জনগণের অধিকার ও মুক্তি নিশ্চিত করতে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি গণসাংস্কৃতিক অভিযান বেগবান করারও আহ্বান জানান। তিনি বলেন, অতীতের মত এখনও জনগণের প্রতিপক্ষ স্বৈরতান্ত্রিক শাসন-নিপীড়নের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনেরকর্মী সংগঠকেরা পথ দেখাতে পারে। তিনি বলেন, কর্তৃত্ববাদী-স্বৈরতন্ত্র গণমানুষের অধিকারের পাশাপাশি তাদের মানবিক মর্যাদাও কেড়ে নেয়। শাসকেরা একদিকে ভয়ভীতি প্রদর্শন করে অন্যদিকে লোভ-লালসা আর ভোগবাদী সংস্কৃতির বিস্তার ঘটিয়ে প্রতিবাদী মানুষকে নির্জীব ও নিস্ক্রিয় করে করে রাখতে চায়। তিনি এই অচলায়তন ভেঙ্গে মুক্তির দিশা দেখাতে ঐক্যবদ্ধ সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।
আজ বিকালে সংহতি সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাপোলো জামালী, গণসাংস্কৃতিক ফ্রন্টের নেতা মফিজুর রহমান লাল্টু, প্রগতি লেখক সংঘের নেতা জাকির হোসেন, বিপ্লবী চলচ্চিত্র সংহতির সদস্য সচিব খায়রুল বাসার হিরন, নারী নেত্রী বহ্নিশিখা জামালী, খেতমজুর নেতা আকবর খান, শ্রমিক নেতা আবু হাসান টিপু, পাদুকা শ্রমিক নেতা ইমরান হোসেন, ছাত্রনেতা তিথি সুর্বণা, বিবর্তনের আমিরুন নুজহাত মনীষা প্রমুখ।
আলোচনা সভার পর গণসঙ্গীত ও কবিতা আবৃত্তি করা হয়।




ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে ঝুঁকিতে ফেলা যাবেনা
সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
নির্বাচনে কালো টাকা বন্ধ না হলে আগামী সংসদেও বিত্তবান আর রাজনৈতিক মাফিয়াদের আধিপত্য দেখা যাবে
রাঙামাটিতে ভোটকেন্দ্রের নিরাপত্তায় র্যাব, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
এবারের নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রতি ভোট কেন্দ্রে র্যাব, সেনাবাহিনী মোতায়েন করার দাবি
যুগপৎ আন্দোলনের শরীকদের মধ্যে অবিশ্বাস অনাস্থা বাড়তে দেয়া যাবেনা
রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার ব্যাপক গণসংযোগ ও পথসভা
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
পার্বত্য বড়ুয়া কনভেনশন : স্মারকলিপি প্রদান, কালো ব্যাজ ধারণ ও হরতালের কর্মসূচি ঘোষণা 