

সোমবার ● ৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ভোটের অধিকার প্রয়োগ নিয়ে মানুষের মনে গভীর-উদ্বেগ উৎকন্ঠা রয়েছে : সাইফুল হক
ভোটের অধিকার প্রয়োগ নিয়ে মানুষের মনে গভীর-উদ্বেগ উৎকন্ঠা রয়েছে : সাইফুল হক
রাঙামাটি প্রতিনিধি :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক স্বশাসিত, গণতান্ত্রিক, জবাবদিহীমূলক শক্তিশালী স্থানীয় সরকার গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন স্থানীয় সরকারকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করলে স্থানীয় সরকার ব্যবস্থার উদ্দেশ্যই ব্যর্থ হবে। তিনি বলেন, স্থানীয় সরকারে নিজেদের সত্যিকার প্রতিনিধি নির্বাচনে মানুষের স্বপ্ন-আকাঙ্খা যাতে দুঃস্বপ্নে পরিণত না হয় তা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সুষ্ঠু, গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে মানুষ যদি এবারও তার প্রতিনিধি নির্বাচিত করতে পারে তার জন্য সরকার ও নির্বাচন কমিশনকেই দায়দায়িত্ব গ্রহণ করতে হবে। তিনি বলেন, ভোটের অধিকার প্রয়োগ নিয়ে মানুষের মনে এখনও গভীর-উদ্বেগ উৎকন্ঠা রয়েছে। এই অবস্থার অবসান ঘটিয়ে অবাধ নির্বাচনের জন্য জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আজ রাঙামাটিতে পার্টির মেয়র পদপ্রার্থী আবদুল মান্নান রানার নির্বাচনী গণসংযোগ ও নির্বাচনী পথসভায় উপরোক্ত বক্তব্য রাখেন।
রাঙামাটি পৌরসভার কাটাছড়ি এলাকাসহ পাশ্ববর্তী এলাকায় আজ সকালে পার্টির নেতৃবৃন্দ পৌরসভার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে মতবিনিময় করেন এবং শ্রমজীবী মেহনতি মানুষের পক্ষের প্রার্থী তারুণ্যের প্রতিনিধি আবদুল মান্নান রানাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
পার্টির কোদাল মার্কার প্রার্থীর সমর্থনে আজ এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন সোনার বাংলা পার্টির সভাপতি আব্দুন নূর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, পার্টির রাঙামাটি জেলার সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক নির্মল বড়ুয়া মিলন ও নারী নেত্রী জুঁই চাকমা প্রমুখ।