রবিবার ● ৩১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ছবিঘর » পাদুকা শিল্প ও শ্রমিকদের আর্থিক প্রণোদনা দিন : সাইফুল হক
পাদুকা শিল্প ও শ্রমিকদের আর্থিক প্রণোদনা দিন : সাইফুল হক
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পাদুকা শিল্পকে জাতীয় শিল্প ঘোষণা করে সম্ভাবনাময় এই শিল্পকে উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন এই লক্ষ্যে শিল্প ও অর্থ মন্ত্রণালয়কে বিশেষ উদ্যোগ নিতেও দাবি জানিয়েছেন। তিনি পাদুকা শিল্পের জন্য আলাদা শিল্পনগরী স্থাপনের দাবি জানিয়েছেন। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন করোনা দুর্যোগে বিপর্যয় কাটিয়ে উঠতে পাদুকা শিল্প ও পাদুকা শ্রমিকদেরকে এই পর্যন্ত কোন প্রণোদনা সহায়তা প্রদান করা হয়নি। তিনি অগ্রাধিকারের ভিত্তিতে এই শিল্পের জন্য নগদ আর্থিক প্রণোদনা প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রীয় সহযোগিতা পেলে দেশের পাদুকা আন্তর্জাতিক বাজারেও বড় জায়গা করে নিতে পারবে এবং এই শিল্পের বিকাশের মাধ্যমে আরো কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও নিশ্চিত হবে। তিনি পাদুকা শ্রমিকদের সারাবছর কাজ ও বাঁচার মত মজুরী প্রদানেরও আহ্বান জানান।
আজ বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উপরোক্ত আহ্বান জানান।
সংগঠনের সভাপতি আংগুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান, পাদুকা শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, মো. রিয়েল, মো. সালমান, গবেষক চারু হক, রিয়াজ আহমেদ, সংহতি সংস্কৃতি সংসদের এ্যাপোলো জামালী, খায়রুল বাসার হিরণ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পাদুকা শ্রমিকদের শক্তিশালী সংগঠন ও আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।




ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে ঝুঁকিতে ফেলা যাবেনা
সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
নির্বাচনে কালো টাকা বন্ধ না হলে আগামী সংসদেও বিত্তবান আর রাজনৈতিক মাফিয়াদের আধিপত্য দেখা যাবে
রাঙামাটিতে ভোটকেন্দ্রের নিরাপত্তায় র্যাব, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
এবারের নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রতি ভোট কেন্দ্রে র্যাব, সেনাবাহিনী মোতায়েন করার দাবি
যুগপৎ আন্দোলনের শরীকদের মধ্যে অবিশ্বাস অনাস্থা বাড়তে দেয়া যাবেনা
রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার ব্যাপক গণসংযোগ ও পথসভা
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
পার্বত্য বড়ুয়া কনভেনশন : স্মারকলিপি প্রদান, কালো ব্যাজ ধারণ ও হরতালের কর্মসূচি ঘোষণা 