মঙ্গলবার ● ৯ জুন ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক » অবনতির দিকে বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
অবনতির দিকে বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
অনলাইন ডেক্স :: করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। দিন দিন অবনতির দিকে যাচ্ছে বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি। পৃথিবীজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭০ লাখ। প্রতিদিনই বাড়ছে নতুন করে আক্রান্তের সংখ্যাও।
বিশ্বজুড়ে পরিস্থিতির আরো অবনতি হতে পারে এবং আক্রান্ত দেশগুলোকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ডিরেক্টর জেনারেল ড. টেডরোস আধানম বলেন, গত ১০ দিনের মধ্যে নয়দিনই নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে এক লাখেরও বেশি করে। সর্বশেষ রবিবার এই সংখ্যা ছিল এক লাখ ৩৬ হাজার, যা বিশ্বজুড়ে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড।
এ সময় ড. টেডরোস বিভিন্ন দেশে বর্ণবাদ বিরোধী বিক্ষোভকারীদের করোনার বিষয়ে সাবধানতা অবলম্বনের আহ্বান জানান এবং তাদের সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মাস্ক ব্যবহার, হাত ধোয়া, নিয়ম মেনে হাঁচি-কাশি দেওয়া ইত্যাদি পরামর্শ দেন। এছাড়াও কেউ অসুস্থ হয়ে পড়লে এ সময় তাকে ঘরে থাকার অনুরোধও করেন।
তিনি বলেন, যেহেতু কিছু দেশে বিভিন্ন কারণে আবারো জনসমাগম বাড়তে শুরু করেছে, তাই আমরা অনুরোধ করবো সেখানে যেন ভাইরাসটির সংক্রমণ না বেড়ে যায়, সেদিকে নজর রাখুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সকলের সমান অধিকারে বিশ্বাস করে এবং বিশ্বজুড়ে চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন রাখে। আমরা সব রকম বৈষম্যের বিরুদ্ধে। তাই আমরা সকল আন্দোলনকারীদের প্রতি অনুরোধ জানাই, আপনারা নিরাপদ থেকে আন্দোলন করুন।




গাজা সিটি দখল করে নেয়ার ইসরায়েলী সিদ্ধান্ত আন্তর্জাতিক সকল বিধিবিধান আরও একবার পদদলিত করবে
রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে চীনকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণের অনুরোধ
সফল পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
যুদ্ধবাজ নেতানিয়াহুকে গেফতার করে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করুন
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
কাটমন্ডুতে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বৈঠক
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
শেখ হাসিনা সরকারের পতনকে মোদি সরকার নিজেদের পরাজয় হিসাবেই দেখছে
তিস্তা ব্যবস্থাপনার কথা বলে পানির ন্যায্য হিস্যার বিষয়টি ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে
পুঁজিবাদী - সাম্রাজ্যবাদী ব্যবস্থায় ধরিত্রী নিরাপদ নয় : সাইফুল হক 