বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রবল রাজনৈতিক প্রতিপক্ষের সাথে সহাবস্থানের গণতান্ত্রিক মূল্যবোধ লালন করতেন প্রণব মুখার্জি- সাইফুল হক
প্রবল রাজনৈতিক প্রতিপক্ষের সাথে সহাবস্থানের গণতান্ত্রিক মূল্যবোধ লালন করতেন প্রণব মুখার্জি- সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি বর্ষিয়ান কংগ্রেস নেতা বিশিষ্ট রাজনীতিবিদ প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে ভারত যেমন উদার গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন এক পুরোধা রাজনীতিককে হারিয়েছে তেমনি বাংলাদেশ হারিয়েছে বন্ধুপ্রতীম এক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বকে। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি বাংলাদেশের পক্ষে মতামত সংগঠিত করতে যেমন সচেষ্ট ছিলেন, পরবর্তী সময়েও দিল্লীর ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে ব্যতিক্রমী ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ ও তার জনগণের প্রতি প্রীতি ও বন্ধুত্বপূর্ণ মনোভাবের পরিচয় দিয়েছেন।
বিবৃতিতে প্রয়াত প্রণব মুখার্জীকে ভারতে উদার গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন আদর্শ ও রাজনীতির মতপার্থক্য সত্ত্বেও প্রবল রাজনৈতিক প্রতিপক্ষের সাথে কিভাবে সহাবস্থান করতে হয়, রাজনীতিতে পরমতসহিষ্ণুতা বজায় রেখে কিভাবে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হয় তিনি সেক্ষেত্রে উদাহরণ সৃষ্টি করেছেন। এই মূল্যবোধ ও বৈশিষ্ট্যের জন্য তিনি দলের গণ্ডির বাইরে সকলের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছিলেন। ভারতে তার এই শূন্যতা সহজে পূরণ হবার নয়।
তিনি বলেন, ভারতের প্রথম বাঙ্গালী রাষ্ট্রপতি বাংলা ভাষাভাষীদেরকে তিনি গৌরবান্বিত করেছিলেন। কিন্তু ভারতের রাষ্ট্রপতি হয়েও তার আচরণে দম্ভের কোন বহিঃপ্রকাশ ছিল না। পরিমিতিবোধের ক্ষেত্রেও তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিবৃতিতে তিনি প্রণব মুখার্জীর স্মৃতির প্রতি সম্মান জানান এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।




গাজা সিটি দখল করে নেয়ার ইসরায়েলী সিদ্ধান্ত আন্তর্জাতিক সকল বিধিবিধান আরও একবার পদদলিত করবে
রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে চীনকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণের অনুরোধ
সফল পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
যুদ্ধবাজ নেতানিয়াহুকে গেফতার করে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করুন
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
কাটমন্ডুতে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বৈঠক
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
শেখ হাসিনা সরকারের পতনকে মোদি সরকার নিজেদের পরাজয় হিসাবেই দেখছে
তিস্তা ব্যবস্থাপনার কথা বলে পানির ন্যায্য হিস্যার বিষয়টি ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে
পুঁজিবাদী - সাম্রাজ্যবাদী ব্যবস্থায় ধরিত্রী নিরাপদ নয় : সাইফুল হক 