

সোমবার ● ১০ আগস্ট ২০২০
প্রথম পাতা » নাটোর » নাটোরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কর্মসূচ পালিত
নাটোরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কর্মসূচ পালিত
নাটোর :: আজ সোমবার ১০ আগষ্ট বাংলাদেশর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি ঘোষিত দেশব্যাপী প্রতিবাদ মানববন্ধন কর্মসূচীর অংশ হিসেবে নাটোর জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মনববন্ধনে বক্তব্য রাখেন কমরেড আনছার আলী দুলাল।
এসময় উপস্থিত ছিলেন সোলাইমান হোসেন,আকরাম হোসেন, শাহীন আলম, রাকিব বিশ্বাস, মোস্তাফিজুর ইসলাম,বাউল আতাউর রহমান ,মিস্ পৃথিবী ,আতাহার মন্ডল, আজিজুল , মহিলা মেম্বর জানেরা খাতুন , সোহরাপ প্রামাণিক, আরশাদ আলী , ইনসান আহম্মেদ, ইয়াসিন আলী প্রমুখ।