

সোমবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Default Category » ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারসমূহের পুনর্বাসনের ব্যবস্থা করুন
ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারসমূহের পুনর্বাসনের ব্যবস্থা করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সাভারের আশুলিয়া ও গাজীপুরে শিল্প অসন্তোষে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন কারখানা বন্ধ করে দেয়া সংকটের সমাধান করবেনা। তিনি শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ সহ সংকট সমাধানের উদ্যোগ নিতে মালিক ও সরকারের প্রতি আহবান।
তিনি বলেন, কোন সচেতন শ্রমিক নিজের কারখানা বা প্রতিষ্ঠান ভাংচুর করতে পারেনা।তিনি বলেন, শিল্পাঞ্চলে অস্থিরতায় বিশেষ কোন কায়েমী স্বার্থান্বেষী ইন্ধন রয়েছে কিনা তাও খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তিনি ঝুট ব্যবসায়ীদের দৌরাত্ম বন্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য জাতীয় ন্যুনতম মজুরি কমিশন গঠন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং বলেছেন জীবনযাত্রার সামগ্রিক ব্যয় বিবেচনায় নিয়ে দ্রুততার সাথে মজুরি কমিশন গঠনের উদ্যোগ নেয়া দরকার। তিনি অনতিবিলম্বে শ্রমিকদের জন্য মহার্ঘ ভাতা চালু করার৷ও দাবি জানান।
তিনি ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারসমূহের পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহবান জানান।
আজ বিকালে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির মীরপুর অঞ্চলের সংগঠকদের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামিলুর রহমান ডালিম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ রফিক, জামাল সিকদার রাজেশ খান, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।