

বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বন্যা পরবর্তী পুনর্বাসনে কার্যকরি উদ্যোগ নিন : সাইফুল হক
বন্যা পরবর্তী পুনর্বাসনে কার্যকরি উদ্যোগ নিন : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, দেশের অদম্য সাহসী মানুষেরাই আমাদের সবচেয়ে বড় সম্পদ।আমাদের হার না মানা এই মানুষেরাই প্রাকৃতিক ও রাজনৈতিক সকল বাধা মোকাবেলা করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে ; আমাদের সভ্যতা ও সম্ভাবনা এগিয়ে নিয়েছে।তিনি বলেন ,বন্যাপীড়িতদের রক্ষায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের চেতনায় এবারকার গণউদ্যোগ ছিল অসাধারণ।
তিনি বলেন, বাংলাদেশে এবারকার অস্বাভাবিক বন্যার দায় ভারতের এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই।তিনি বলেন, দিল্লি আর কলকাতায় বেনারশী শাড়ী আর ইলিশ মাছ পাঠানোর কুটনীতি দিয়ে পানির ন্যায্য হিস্যা যেমন আদায় করা যাবেনা, তেমন দ্বিপাক্ষিক সমস্যারও সমাধান করা যাবেনা।তিনি স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে ভারতের সাথে পানিসহ সকল দ্বিপাক্ষিক সমস্যার সমাধানে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান।তিনি বলেন, জলাবদ্ধতার কারণেও বন্যা প্রলম্বিত হচ্ছে।
তিনি জলাবদ্ধতা দূরীকরণ ও বন্যা পরবর্তী পুনর্বাসনে কার্যকরী উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানান।
আজ দুপুরে লক্ষীপুরের মান্দারী অঞ্চলসহ মান্দারী উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয়া বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে যেয়ে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
এইসময় আরও উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান, কেন্দ্রীয় সংগঠক এডভোকেট ফায়েজুর রহমান মুনির, বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় নেতা বিপ্লব হোসেন খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির লক্ষীপুর জেলা শাখার সংগঠক এডভোকেট মাহবুবুর রহমান টিপু, শ্রমিক নেতা শফিকুর রহমান ও মামুনুর রশীদ প্রমুখ।