

শনিবার ● ৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » নির্বাচনকেন্দ্রীক সংকট উত্তরণে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠায় নৈতিক অবস্থান থেকে নির্বাচন কমিশন অবস্থান গ্রহণ করতে পারে
নির্বাচনকেন্দ্রীক সংকট উত্তরণে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠায় নৈতিক অবস্থান থেকে নির্বাচন কমিশন অবস্থান গ্রহণ করতে পারে
আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আহুত সংবাদ সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিদমান পরিস্থিতিতে নির্বাচনের তফসিল ঘোষণা পিছিয়ে দেবার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান জানিয়েছেন এবং নির্বাচন কমিশনকে এই অবস্থান নেবার প্রস্তাব করেছেন যে, দেশের প্রবল বৈরী ও সংঘাত - সংঘর্ষের পরিস্থিতিতে দেশে এখন অবাধ,নিরপেক্ষ, অংশগ্রহনমূলক নির্বাচন অনুষ্ঠানের কোন পরিবেশ নেই। তিনি বলেন, তফসিল ঘোষণা পিছিয়ে দিয়ে নির্বাচন কমিশন নির্বাচনের প্রশ্নে রাজনৈতিক দলসমূহের মধ্যে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠার তাগিদ দিয়ে পরিস্কার নৈতিক অবস্থান গ্রহণ করতে পারেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন,সরকার ও সরকারি দল যদি জবরদস্তি করে নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করতে চায় তাহলে বাস্তব পরিস্থিতি ও বিবেকের দায় নিয়ে কমিশনের সদস্যরা দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন। তিনি বলেন,দেশ ও দেশের মানুষ কোনভাবেই আর একটি ব্যর্থ, অকার্যকর ও একতরফা তামাশার নির্বাচনের দায় নিতে পারবেনা।
সংবাদ সম্মেলনে আজ নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় না যাওয়ার কথা জানিয়ে পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে পাঠানো খোলা চিঠি তিনি প্রকাশ করেন।
সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জোনায়েদ হোসেন, সংগঠক স্বাভাবিক মিয়া প্রমুখ।