শনিবার ● ২৯ জুলাই ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতায় বিজিবি দল চ্যাম্পিয়ন
আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতায় বিজিবি দল চ্যাম্পিয়ন
নির্মল বড়ুয়া মিলন :: বাংলাদেশ জুডো ফেডারেশন আয়োজিত ২য় আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতা-২০২৩ গতকাল ২৮ জুলাই ২০২৩ শুক্রবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হয়।
২য় আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতা বাংলাদেশ সেনা বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীসহ ৫টি জুডো দল অংশ গ্রহন করেন।
দিনব্যাপী আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতায় বিজিবি -৮১ কেজি ওজন শ্রেনীতে সিপাহী নুর আলম, -৯০ কেজি ওজন শ্রেনীতে সিপাহী মাহাফুজ ও +৯০ কেজি ওজনশ্রেনীতে নায়েক মো.আবুল কালাম আজাদ স্বর্ণ পদক অর্জন করেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩টি স্বর্ণ ৩টি রৌপ ও ৫টি তাম্র পদক নিয়ে বিজিবি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বাংলাদেশ সেনা বাহিনী ২টি স্বর্ণ, ২টি রৌপ ও ৩টি তাম্র পদক পেয়ে রানারস আপ হওয়ার গৌরব অর্জন করে।
২য় আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে খোলোয়াড়দের মাঝে পুরুস্কার ও সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ শ্যূটিং ফেডারেশনের সভাপতি লেফটেন্যন্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, চিফ অব জেনারেল স্টাফ, বাংলাদেশ সেনাবাহিনী।
২য় আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সভাপতি ফয়জুর রহমান সাবেক এমপি।
এসময় বাংলাদেশ জুডো ফেডারেশনের সাধারন সম্পাদক কামরুর নাহার হিরোসহ সংশ্লিষ্ট দলের কর্মকর্তারা, ফেডারেশনের সংগঠক ও রেফারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২য় আন্তঃবাহিনী জুডো প্রতিযোগিতা-২০২৩ এ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দলের +৯০ কেজি ওজনশ্রেনীতে স্বর্ণ পদক অর্জনকারী জুডো খেলোয়াড় নায়েক মো.আবুল কালাম আজাদ ২০১৮ সালে বাংলাদেশ দলের হয়ে বিশব জুডো প্রতিযোগিতায় অংশ গ্রহন করে বাংলাদেশ জুডো দলকে বিশ্ব দরবারে তুলে ধরেন।
গুনী এ জুডো খেলোয়াড় অদ্যাবধি দেশের পক্ষ থেকে তার যথাপযুক্ত সম্মান বা মর্যাদা পায়নি।




ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে ঝুঁকিতে ফেলা যাবেনা
সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
নির্বাচনে কালো টাকা বন্ধ না হলে আগামী সংসদেও বিত্তবান আর রাজনৈতিক মাফিয়াদের আধিপত্য দেখা যাবে
রাঙামাটিতে ভোটকেন্দ্রের নিরাপত্তায় র্যাব, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
এবারের নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রতি ভোট কেন্দ্রে র্যাব, সেনাবাহিনী মোতায়েন করার দাবি
যুগপৎ আন্দোলনের শরীকদের মধ্যে অবিশ্বাস অনাস্থা বাড়তে দেয়া যাবেনা
রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার ব্যাপক গণসংযোগ ও পথসভা
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
পার্বত্য বড়ুয়া কনভেনশন : স্মারকলিপি প্রদান, কালো ব্যাজ ধারণ ও হরতালের কর্মসূচি ঘোষণা 