বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীর একটি বড়ুয়া অসহায় পরিবারের আর্তনাদ : খোঁজ নেয়না কেউ
কাউখালীর একটি বড়ুয়া অসহায় পরিবারের আর্তনাদ : খোঁজ নেয়না কেউ
মো. ওমর ফারুক, কাউখালী প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়া পাড়ায় বসবাসরত একটি সংখ্যালুগু পরিবারের আর্তনাদ শোনার বা দেখার মতো যেন কেউ নেই ?
উপজেলার ৪ নং কলমপতি ইউনিয়নের পোয়া পাড়া গ্রামের বসবাসরত একটি গরীব অসহায় সংখ্যালুগু (বড়ুয়া জনগোষ্ঠরী পরিবার)।
পরিবারের প্রধান কর্তা ব্যাক্তি মারা যায় বহুদিন পুর্বে। পরিবারের ৬ জন সদস্য নিয় কোনরকম খেয়ে না খেয়ে দিন অতিবাহিত করে চলছিলেন এই বৌদ্ধ ধর্মালম্বী অনুসারী এই পরিবারটি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কোন রকমে তাদের জীবন কোন রকমে চললেও ভাগ্যের নিয়তি ! গত ৩ বছর পুর্বে (২০২২ ইংরেজি সালে) এই পরিবারের সদস্যরা সেই দিনকার মতো যে যার কাজে চলে গেলেন। কিন্তু বাড়িতে কেউই ছিলেন না। হটাৎ করে খালি বাড়িটিতে দুপুর সাড়ে ১১ টা কি ১২ টার সময় বিদ্যুৎ সর্ট সার্কিট হতে আগুন লেগে গিয়ে পুরো বাড়ি ঘর জিনিস পত্র পুড়ে যায়। আগুন দেখে এলাকার স্থানীয় লোকজন দৌড়ে এসে অবশিষ্ট কোন কিছুই রক্ষা করতে পারেনি। হায়রে ভাগ্যের নির্মম নিয়তি !
সেই থেকে এই পরিবারটি তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করে চলছে।
স্থানীয়ভাবে তেমন কোনো সাহায্য সহযোগিতা এবং স্থানীয় প্রশাসনের পক্ষ হতেও কোন কিছুই এই অসহায় পরিবারটি পায়নি বলে তাদের দাবি।
বর্তমানে পরিবারের প্রধান সুকান্ত বড়ুয়া এই প্রতিবেদককে বলেন, আমার বাবা (মৃত অনিল বড়ুয়া) মারা যাওয়ার পর আমরা অনেক কষ্ট করে চলছিলাম। আমার অসুস্থ মা আমার স্ত্রী আমার ৩ মেয়ে ১ জন কাউখালী সরকারি ডিগ্রি কলেজে পড়াশোনা করেন ছোট মেয়ে তার নানা বাড়িতে ৪র্থ শ্রেণিতে পড়ে। আমিও অসুস্থ দিনমজুরের কাজ করি। প্রতিদিন কাজ করতে পারিনা। কোনদিন কাজ করি কেনদিন করতে পারিনা। কাজ না করলে পরিবার সদস্যদের নিয়ে না খেয়ে থাকতে হয়। মেয়ে ২ টির পড়াশোনা করাতে খুবই কষ্ট হচ্ছে। জানিনা আর্থিক অবস্থার কারণে হয়তো আমার মেয়ে গুলির পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে। আমাদের একটি ঘর নেই। সরকার যদি আমাদের পরিবারের কথা বিবেচনা করে একটি ঘর তৈরি করে দিত তাহলে আমরা সরকারের কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করতাম। আমরা সরকারের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি বলে তিনি জানান সুকান্ত বড়ুয়া ।
পরিবারটির সাথে যোগাযোগ এর মোবাইল নম্বার : ০১৮২৬১৪৯১১১ (সুকান্ত বড়ুয়া)।




সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
রাঙামাটিতে ভোটকেন্দ্রের নিরাপত্তায় র্যাব, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
এবারের নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রতি ভোট কেন্দ্রে র্যাব, সেনাবাহিনী মোতায়েন করার দাবি
রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুই চাকমার ব্যাপক গণসংযোগ ও পথসভা
পার্বত্য বড়ুয়া কনভেনশন : স্মারকলিপি প্রদান, কালো ব্যাজ ধারণ ও হরতালের কর্মসূচি ঘোষণা
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা প্রথা বাতিলের দাবি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উত্তর কমিটি গঠন
রাঙামাটিতে জনসংখ্যানুপাতে প্রাথমিক শিক্ষক নিয়োগে জেলা পরিষদকে ২৪ ঘন্টার আল্টিমেটাম
রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতির জেলা কাউন্সিলে ৩৫ বিশিষ্ট কমিটি গঠন
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল 